- Wed Feb 17, 2021 4:41 pm#6574
১. প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?চন্দ্রগুপ্ত মৌর্য।
২. পাটালিপুত্র রাজধানী ছিল? গুপ্তদের ,মৌর্যদের।
৩. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?চন্দ্রগুপ্ত মৌর্য।
৪. কৌনিল্য কার নাম ?প্রাচীন অর্থ শাস্ত্রবিদ।
৫. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?মৌর্য।
৬. Who is the author of the book"Arthasastra"?Kautilya.
৭. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যেকে করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?কলিঙ্গের যুদ্ধ।
৮. কোন সম্রাটের আমলে দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোক।
৯. চরক ছিলেন ?আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ।
১০. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ।
১১. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত।
১২. প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রম আদিত্য ছিল ?দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৩. মেঘদূত' কাব্য কার লেখা ?মহাকবি কালিদাস।
১৪. অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অভিধান।
১৫. প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক।
১৬. একসময় বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? গৌড়।
১৭. বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণের অবস্থান ছিল? মুর্শিদাবাদে।
১৮. শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন ?সামন্ত।
১৯. হর্ষবর্ধনের সভাকবি ?বানভট্ট।
২০. "মাৎস্যন্যায়" বাংলার কোন সময় কি নির্দেশ করে? সপ্তম ও অষ্টম দর্শক।
২১. মাৎস্যন্যায় ধারণা কিসের সাথে সম্পর্কিত? আইন-শৃঙ্খলা অরাজক অবস্থা।
২২. মাৎস্যন্যায় নির্দেশ করে ?শশাঙ্ক পরবর্তীকাল।
২৩. বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? গোপাল।
২৪. বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? পাল রাজাদের।
২৫. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম ?পাল বংশ।
২৬. বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল।
২৭. বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ।
২৮. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?ধর্মপাল।
২৯. কৈতর বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? দ্বিতীয় মহিপাল।
৩০. কৈতব্য বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য।
৩১. পাল যুগের পুথিচিত্র কোন বস্তুর ওপর আঁকা? তাল পাতার ওপর।
৩২. পাল শাসন আমলে রচিত একটি কাব্য হলো? রামচরিতম।
৩৩. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন ?মুন্সিগঞ্জ।
৩৪. পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? বিক্রমপুর।
৩৫. অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন ?তিব্বত।
৩৬. পালদের পর কোন রাজবংশ বাংলা শাসন করে? সেন।
৩৭. সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা ?বিজয় সেন।
৩৮. বিজয় সেনের প্রথম রাজধানী ?হুগলিতে।
৩৯. কৌলিন্য প্রথার প্রবর্তন করেন ?বল্লাল সেন।
৪০. "অদ্ভুত সাগর" এর লেখক ? বল্লাল সেন।
৪১. সেন রাজাদের ধর্ম ছিল ?হিন্দু।
৪২. বাংলা শেষ হিন্দু রাজা কে ছিলেন ?লক্ষণ সেন।
৪৩. পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল।
৪৪. পাহাড়পুর বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার।
৪৫. পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি "জগদ্দল বিহার "কোন জেলায় অবস্থিত? নওগাঁ।
৪৬. মহাবীর আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন? এরিস্টোটল।
৪৭. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত? পাকিস্তানে।
৪৮. সম্রাট অশোকের রাজত্বকাল ছিলো ?খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ।
৪৯. বক্তিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করেন? লক্ষণ সেন।
৫০. জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা তার নাম কি? বল্লাল সেন।
৫১. সেন বংশের প্রথম রাজা? হেমন্ত সেন।
৫২. হিন্দু মতে মান্দাতা ছিলেন সত্য যুগের শাসক।
৫৩. কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় ?কৌটিল্যের অর্থশাস্ত্র
২. পাটালিপুত্র রাজধানী ছিল? গুপ্তদের ,মৌর্যদের।
৩. চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন ?চন্দ্রগুপ্ত মৌর্য।
৪. কৌনিল্য কার নাম ?প্রাচীন অর্থ শাস্ত্রবিদ।
৫. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?মৌর্য।
৬. Who is the author of the book"Arthasastra"?Kautilya.
৭. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যেকে করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?কলিঙ্গের যুদ্ধ।
৮. কোন সম্রাটের আমলে দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোক।
৯. চরক ছিলেন ?আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ।
১০. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ।
১১. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত।
১২. প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রম আদিত্য ছিল ?দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৩. মেঘদূত' কাব্য কার লেখা ?মহাকবি কালিদাস।
১৪. অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অভিধান।
১৫. প্রাচীন জনপদ গুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক।
১৬. একসময় বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? গৌড়।
১৭. বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণের অবস্থান ছিল? মুর্শিদাবাদে।
১৮. শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন ?সামন্ত।
১৯. হর্ষবর্ধনের সভাকবি ?বানভট্ট।
২০. "মাৎস্যন্যায়" বাংলার কোন সময় কি নির্দেশ করে? সপ্তম ও অষ্টম দর্শক।
২১. মাৎস্যন্যায় ধারণা কিসের সাথে সম্পর্কিত? আইন-শৃঙ্খলা অরাজক অবস্থা।
২২. মাৎস্যন্যায় নির্দেশ করে ?শশাঙ্ক পরবর্তীকাল।
২৩. বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? গোপাল।
২৪. বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? পাল রাজাদের।
২৫. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম ?পাল বংশ।
২৬. বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল।
২৭. বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ।
২৮. পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?ধর্মপাল।
২৯. কৈতর বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? দ্বিতীয় মহিপাল।
৩০. কৈতব্য বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য।
৩১. পাল যুগের পুথিচিত্র কোন বস্তুর ওপর আঁকা? তাল পাতার ওপর।
৩২. পাল শাসন আমলে রচিত একটি কাব্য হলো? রামচরিতম।
৩৩. অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন ?মুন্সিগঞ্জ।
৩৪. পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি? বিক্রমপুর।
৩৫. অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন ?তিব্বত।
৩৬. পালদের পর কোন রাজবংশ বাংলা শাসন করে? সেন।
৩৭. সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা ?বিজয় সেন।
৩৮. বিজয় সেনের প্রথম রাজধানী ?হুগলিতে।
৩৯. কৌলিন্য প্রথার প্রবর্তন করেন ?বল্লাল সেন।
৪০. "অদ্ভুত সাগর" এর লেখক ? বল্লাল সেন।
৪১. সেন রাজাদের ধর্ম ছিল ?হিন্দু।
৪২. বাংলা শেষ হিন্দু রাজা কে ছিলেন ?লক্ষণ সেন।
৪৩. পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল।
৪৪. পাহাড়পুর বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার।
৪৫. পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি "জগদ্দল বিহার "কোন জেলায় অবস্থিত? নওগাঁ।
৪৬. মহাবীর আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন? এরিস্টোটল।
৪৭. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত? পাকিস্তানে।
৪৮. সম্রাট অশোকের রাজত্বকাল ছিলো ?খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ।
৪৯. বক্তিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করেন? লক্ষণ সেন।
৫০. জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা তার নাম কি? বল্লাল সেন।
৫১. সেন বংশের প্রথম রাজা? হেমন্ত সেন।
৫২. হিন্দু মতে মান্দাতা ছিলেন সত্য যুগের শাসক।
৫৩. কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায় ?কৌটিল্যের অর্থশাস্ত্র