- Mon Feb 08, 2021 12:02 pm#6313
সূর্যের চেয়ে উজ্জ্বল নক্ষত্র
সম্প্রতি জ্যোতির্বিদরা নতুন একটি বিশাল নক্ষত্রের সন্ধান পান, যার আকার সূর্যের চেয়ে ১০-১৫ গুণ বেশি এবং প্রায় ১ লাখ গুণ উজ্জ্বল। এ নক্ষত্রের নাম দেয়া হয় অ্যাপেপ। চিলিতে বসানো ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় ৮,০০০ আলোকবর্ষ দূরের এ তারাটি শনাক্ত হয়। অ্যাপেপ বিরল ওলফ-রায়েট গোত্রের।
চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট
১২ অক্টোবর ২০২০ চীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিচাং স্যাটেলাই উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে। এ স্যাটেলাইট তথ্য সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। স্যাটেলাইটটি প্রধানত ভূমি জরিপ, ফসল উৎপাদনের মোটামুটি ধারণা, পরিবেশ রক্ষা, আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কীকরণ এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমসের কাজে ব্যবহার করা হবে। এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৪৯ তম উৎক্ষেপন।
চাঁদে প্রথম নারী
চাঁদে প্রথম নারী পদার্পনের ৫৫ বছর পর, অর্থাৎ ২০২৪ সালে আবারও চাদের মাটিতে হাটবেন দুজন মানুষ- এক জন নারী এবং একজন পুরুষ মহাকাশযানচারী। এ প্রকল্পের কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে নাসা মানবহীন একটি যান পাঠাবে ২০২১ সালে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে যাবেন মহাকাশচারীরা। এ চন্দ্রাভিযানের নাম দেয়া হয়েছে আর্টেমিস। এর মাধ্যমে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে পরীক্ষার কাজ চালানো হবে।
আমিরাতের তৃতীয় উপগ্রহ উৎক্ষেপণ
২৮ সেপ্টেম্বর ২০২০ রাশিয়ার কসমোড্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় উপগ্রহ মেজনস্যাট। আমিরাতের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৈরি উপগ্রহটি তিন ইউনিটের কিউব স্যাটবিশিষ্ট। এর আগে ২০১৭ সালে এক ইউনিটের কিউবস্যাট নায়েফ-১ ও ২০১৮ সালে মাইস্যাট-১ উৎক্ষেপণ করা হয়।
সম্প্রতি জ্যোতির্বিদরা নতুন একটি বিশাল নক্ষত্রের সন্ধান পান, যার আকার সূর্যের চেয়ে ১০-১৫ গুণ বেশি এবং প্রায় ১ লাখ গুণ উজ্জ্বল। এ নক্ষত্রের নাম দেয়া হয় অ্যাপেপ। চিলিতে বসানো ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির টেলিস্কোপের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় ৮,০০০ আলোকবর্ষ দূরের এ তারাটি শনাক্ত হয়। অ্যাপেপ বিরল ওলফ-রায়েট গোত্রের।
চীনের রিমোট সেন্সিং স্যাটেলাইট
১২ অক্টোবর ২০২০ চীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিচাং স্যাটেলাই উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটি নতুন অপটিক্যাল রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করে। এ স্যাটেলাইট তথ্য সেবা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। স্যাটেলাইটটি প্রধানত ভূমি জরিপ, ফসল উৎপাদনের মোটামুটি ধারণা, পরিবেশ রক্ষা, আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কীকরণ এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমসের কাজে ব্যবহার করা হবে। এটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৪৯ তম উৎক্ষেপন।
চাঁদে প্রথম নারী
চাঁদে প্রথম নারী পদার্পনের ৫৫ বছর পর, অর্থাৎ ২০২৪ সালে আবারও চাদের মাটিতে হাটবেন দুজন মানুষ- এক জন নারী এবং একজন পুরুষ মহাকাশযানচারী। এ প্রকল্পের কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে নাসা মানবহীন একটি যান পাঠাবে ২০২১ সালে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে যাবেন মহাকাশচারীরা। এ চন্দ্রাভিযানের নাম দেয়া হয়েছে আর্টেমিস। এর মাধ্যমে প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে পরীক্ষার কাজ চালানো হবে।
আমিরাতের তৃতীয় উপগ্রহ উৎক্ষেপণ
২৮ সেপ্টেম্বর ২০২০ রাশিয়ার কসমোড্রোম উৎক্ষেপণকেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় উপগ্রহ মেজনস্যাট। আমিরাতের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তৈরি উপগ্রহটি তিন ইউনিটের কিউব স্যাটবিশিষ্ট। এর আগে ২০১৭ সালে এক ইউনিটের কিউবস্যাট নায়েফ-১ ও ২০১৮ সালে মাইস্যাট-১ উৎক্ষেপণ করা হয়।