Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6282
১.এমএস এক্সেল এর কলাম ও সারির প্রত্যেকটি ঘরকে কী বলা হয়?
-সেল।
২.মাউস কে আবিষ্কার করেন?
-ডগলাস এঞ্জেলবার্ট।
৩.কম্পিউটারের মনিটরে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক কী?
-পিক্সেল।
৪.ডেটাবেসে কোনো তথ্য খুঁজে বের করাকে কী বলে?
-কুয়েরি।
৫.ব্যাক আপ কী?
-নির্ধারিত ফাইল কপি করা।
৬.ইন্টারপ্রেটার কী?
-এটি অনুবাদক প্রোগ্রাম।
৭.অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইলকে ক বলা হয়?
-স্পাম।
৮.নিচের কোন মাধ্যমটি ডেটা ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
-ডিজিটাল ভিডিও ডিস্ক।
৯.ইন্সটাগ্রাম উদ্ভাবন করেন কে?
-কেভিন সিস্ট্রম ও মাইক ক্রিঞ্জার
১০.প্রথম মাইক্রোপ্রসেসর সৃষ্টিকারী প্রতিষ্ঠান কোনটি?
-ইন্টেল
১১.সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কী বলা হয়?
-ওয়ার্ক স্টেশন।
১২.বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সার্ভিস কী?
-জি-মেইল।
১৩.স্মার্ট ফোন ব্যবহারে শির্ষ দেশ কোনটি?
-চীন
১৪.কম্পিউটারের হার্ডওয়্যারে কতটি অংশ থাকে?
-৩টি অংশ।
১৫.মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম কী?
-বিং।
১৬.কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয় –
-বিট-এ
১৭.ট্রোজান হর্স কী?
-একটি ভাইরাস।
১৮.ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
-ডাটাবেজ।
১৯.গুগলের প্রতিষ্ঠাতার নাম কী?
-ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
২০.বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় –
-০ ও ১ অঙ্ক দুটি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    82 Views
    by rana
    0 Replies 
    56 Views
    by shihab
    0 Replies 
    75 Views
    by rana
    0 Replies 
    106 Views
    by rana
    0 Replies 
    159 Views
    by rana

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]