Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6142
১.দোঁআশ মাটিতে বালি কণার পরিমাণ শতকরা কত?
-৪০ ভাগ।
২.যে ধরনের দাঁত গরু বা মহিষের নেই –
-ক্যানাইন।
৩.অম্লতা সহনশীল ফসল কী কী?
-চা, কফি, আনারস ইত্যাদি।
৪.গুদামজাতকরণে বীজের আর্দ্রতা রাখতে হয় কত?
-১০-১২%।
৫.লবণাক্ততায় স্পর্শকাতর একটি শস্য কোনটি?
-মসুর।
৬.ফেরোমোন কী?
-পোকার দেহ থেকে নির্গত রাসায়নিক আকর্ষক পদার্থ।
৭.ফাইটোপ্লাংকটন কী?
-একটি উৎপাদক।
৮.হলটেয়ার থাকে কোন শ্রেণির পতঙ্গে?
-ডিপটেরা।
৯.ধান গাছের জীবনচক্রে সবচেয়ে বেশি পানি প্রয়োজন হয় কখন?
-ফুল আসা থেকে দুধ স্তর পর্যন্ত।
১০.বোর্দো মিক্সার তৈরির উপাদানগুলো কী কী?
-তুঁতে, চুন ও পানি।
১১.ধানের ব্লাস্ট রোগ সৃষ্টির জন্য দায়ী কী?
-ছত্রাক।
১২.পাতা ঝাঁঝি কী?
-জলজ আগাছা।
১৩.ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার কোনটি?
-টিএসপি।
১৪.সালফার পুষ্টি উপাদান উদ্ভিদ পেয়ে থাকে কোথা থেকে?
-মাটি থেকে।
১৫.বীজ উৎপাদনের নিয়মনীতি মেনে কৌলিকভাবে সনাক্তকরণযোগ্য অবস্থায় উৎপাদিত বীজকে কী বলা হয়?
-ভিত্তি বীজ।
১৬.গোল আলুর ব্লাইট রোগ দমনে কোনটি ব্যবহৃত হয়?
-ডাইথেন এম-৪৫।
১৭.হাসের বিষ্ঠা মাছের একটি –
-উৎকৃষ্ট জৈব সার
১৮.গরুর ক্ষুরা রোগের লক্ষণ কী?
-মুখ দিয়ে লালা ঝরা।
১৯.গাছের কুশি গজাতে সাহায্য করে কোনটি?
-হাইড্রোজেন।
২০.বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
-ঈশ্বরদীতে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    531 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]