Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6110
১.পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কী?
-কৃত্রিম বুদ্ধিমত্তা।
২.RAM এর পূর্ণরূপ কী?
-Random Access Memory.
৩.ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়?
-URL
৪.কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রষ্ট হয় না?
-রম
৫.সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কী?
-ইনটেল 4004
৬.হার্ড ডিস্ক মাপার একক কী?
-গিগাবাইট
৭.১৯৬৪ সালে বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ছিল কোনটি?
-IBM-1620
৮.MS Word এ কোনো কিছু কপি করতে হলে কী-বোর্ডের কমান্ড বাটন হলো কোনটি?
-Ctrl + C
৯.কম্পিউটার ও ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে কোনটি ব্যবহৃত হয়?
-মডেম
১০.অ্যাপেল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কবে?
-১৯৭৬ সালে।
১১.রঙিন টেলিভিশনের ব্যবহৃত মৌলিক রং কয়টি?
-তিনটি। যথা:
১.লাল
২.নীল
৩.সবুজ
১২.টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?
-স্টিভ জবস।
১৩.সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী থাকে?
-নাইট্রোজেন।
১৪.মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম কী?
-বিং।
১৫.টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে?
-স্যামুয়েল হাস্ট।
১৬.মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ যায় –
-প্রেরক-গ্রাহক টাওয়ারে।
১৭.মডেম এ কী থাকে?
-একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
১৮.মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
-১৯৭১ সালে।
১৯.কম্পিউটারের হার্ডওয়্যারে কতটি অংশ থাকে?
-৩টি অংশ।
২০.কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে কোনটি?
-গাণিতিক যুক্তি ইউনিট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]