Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6080
১.এম এস ওয়ার্ডে কোনো টেক্সট খুজঁতে হলে কোন কমান্ড ব্যবহৃত হয়?
-Ctrl+F
২.Bluetooth এ কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
-রেডিও ফ্রিকোয়েন্সি।
৩.ফটোশপ কোন ধরনের সফটওয়্যার?
-অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
৪.কম্পিউটারে ব্যবহৃত কোড দুটি কী কী?
-0 এবং 1.
৫.ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কী বলে?
-ইনডেক্সিং।
৬.ATM এর পূর্ণরূপ কী?
-Automatic Teller Machine.
৭.টুইটার চালু হয় কত সালে?
-২০০৬ সালে।
৮.প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয় কী?
-বায়ুশূণ্য ভাল্ব।
৯.হার্ডডিস্ক মাপার একক কী?
-গিগাবাইট ।
১০.ইন্টারপ্রেটার কী?
-অনুবাদক প্রোগ্রাম।
১১.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি?
-Fujitsu Fugaku.
১২.ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয় তাকে কী বলে?
-ওয়েবিনার।
১৩.ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি?
-চাকমা।
১৪.ব্রডব্যান্ড ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ কোনটি?
-লিচটেনস্টেইন।
১৫.টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় কীসের জন্য?
-বিমানের টিকেট রিজার্ভের জন্য।
১৬.কম্পিউটারে তথ্য পরিমাপের সর্বোচ্চ একক কী?
-টেরাবাইট।
১৭.LASER এর পূর্ণরূপ কী?
-Light Amplification by Stimulated Emission of Radiation.
১৮.উইন্ডোস এনটি হচ্ছে –
-মাল্টিপ্রোগ্রামিং কম্পিউটার অপারেটিং সিস্টেম গ্রুপ।
১৯.তথ্য প্রক্রিয়াকরণে কার্যাবলি নিয়ন্ত্রন করে থাকে কোনটি?
-কন্ট্রোল সেকশন
২০.কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কী বলা হয়?
-মাদার বোর্ড।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1077 Views
    by rafique
    0 Replies 
    995 Views
    by raihan
    0 Replies 
    2008 Views
    by tamim
    0 Replies 
    1646 Views
    by raja
    0 Replies 
    1584 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]