Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6012
১.জয়স্টিক কী কাজে ব্যবহৃত হয়?
-কম্পিউটার গেম খেলতে, ভার্চুয়াল রিয়েলিটিতে।
২.সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার কোনটি?
-লেজার প্রিন্টার।
৩.পৃথিবীর প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
-ভিসিক্যাল্ক।
৪.বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?
- মাইক্রোসফট এক্সেল
৫.ম্যাক ওএস কী?
-একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম।
৬.কম্পিউটারের ডেটা সংরক্ষণের জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
-বাইনারি।
৭.কম্পিউটার সিস্টেম কী?
-কতগুলো ইন্টিগ্রেড উপাদানের সম্মিলিত প্রয়াস
৮.গ্রাফিক্সের কাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় কী?
-ভেসা বাস।
৯.বাংলাদেশে বহুল ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
-বিজয়, একুশে, অভ্র, লেখনী, বৈশাখী প্রভৃতি।
১০.ট্রানজিস্টর মূলত ব্যবহৃত হয় কী হিসেবে?
-অ্যামপ্লিফায়ার হিসেবে।
১১.কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় কী দ্বারা?
-ন্যানো সেকেন্ড দ্বারা।
১২.কী-বোর্ডে প্রত্যেকটি কীর একটি অন্যন্য কোড আছে যাকে কী বলা হয়?
-স্ক্যান কোড।
১৩.প্রিন্টার হলো –
-একটি আউটপুট ডিভাইস।
১৪.কোনো ডেটাবেসের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যেসব রেকর্ড ব্যবহার করা হয় তাকে কী বলে?
-এনটিটি।
১৫.ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস সিস্টেমে থাকে –
-মাত্র ১টি ডেটাবেস।
১৬.কম্পিউটারের দ্রুতগতির মূলে রয়েছে কী?
-ইনটিগ্রিটেড সার্কিট।
১৭.মনিটরের কাজ কী?
-লেখা ও ছবি প্রদর্শন করা।
১৮.কম্পিউটার ভাইরাস কী?
-কম্পিউটারের একটি ক্ষতিকর প্রোগ্রাম।
১৯.ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
-ডাটাবেজ।
২০.ইনস্টাগ্রাম কে উদ্ভাবন করেন?
-কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিজার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]