Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#6001
ফ্যাসিবাদ:
মূলনীতি হলো জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জনগণ। সকল ক্ষমতার অধিকারী রাষ্ট্র, জনগণ নয়।
ফিফথ কলাম:
পশ্চম বাহিনী। যে জনতা গোপনে নিজ সরকারের বিরূদ্ধে কাজ করে এবং শত্রুকে সাহায্য করে।
ব্যালেন্স অব পাওয়ার:
কোনো বিবাদ এড়িয়ে শান্তির জন্য দুই শক্তির মধ্যে ভারসাম্য রক্ষা। ইউরোপের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ব্যালট:
ভোটপত্র। গোপনে সমর্থন বা অসমর্থন প্রকাশের জন্য ব্যবহৃত কাগজের টুকরা।
ব্ল বুকস:
নীল মলাটে বাঁধানো ইংল্যান্ডের ব্যবস্থাপক সভার বা খাস রাজসভার বিবরণী পুস্তক।
ব্ল্যাক সার্ট:
ইতালির মুসোলিনির ফ্যাসিস্ট দল।
বলশেভিক:
রুশ কমিউনিস্ট পার্টির সংখ্যাগরিষ্ঠ অংশ, যারা কার্ল মার্কসের মতবাদে উদ্বদ্ধ হয়ে ১৯১৭ সালে লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব করেন।
বুর্জোয়া:
মার্কসিস্টদের মতে যারা শ্রমিক শ্রেণিকে পছন্দ করে না এবং তাদের শোষণ করে তারাই বুর্জোয়া।
বলশোভিজাম:
রুশ কমিউনিস্ট পার্টির রীতিনিষ্ঠ জঙ্গী সাম্যবাদের অনুসারীগণের মতবাদ।
বাই-ইলেকশন:
মধ্যবর্তী বা উপনির্বাচন।
ব্যক্তি স্বাতন্ত্রবাদ:
এ মতবাদের মূলনীতি ব্যক্তি স্বাধীনতা।
বাফার স্টেট:
বিবদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র।
শ্বেতপত্র:
কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী।
স্ট্র ভোট:
কোনো বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা সংস্থা কতৃক বেসরকারিভাবে গৃহীত ভোট।
হুইপ:
পার্লামেন্ট ক্ষমতাসীন এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা বিধান এবং কোনো বিষয়ে ভোটাভুটির সময় সদস্যগণকে সংঘবদ্ধ করার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি।
স্যাবটাজ:
অন্তর্ঘাতমূলক কার্যকলাপ দ্বারা কোনো কিছু ধ্বংস করা বা বাধা সৃষ্টি করা।
হাইকমিশনার:
কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ শ্রেণির কূটনীতিকদের হাইকমিশনার বলা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2108 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]