Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5979
১.বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষণ কী হয়?
-বৃদ্ধি পায়।
২.উপকূলীয় অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে কী?
-লবণাক্তার পরিমাণ।
৩.সামুদ্রিক মৎস্য বিচরণ এলাকা পরিবর্তনের কারণ কী?
-জলবায়ুর পরিবর্তন।
৪.ব্রি ধান ৫৫ এর গাছের গড় উচ্চতা কত?
-১০০ সে.মি।
৫.তেলসুরের বীজ রোপণ করতে হয় –
-২৪ ঘন্টার মধ্যে।
৬.পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশে বন থাকা প্রয়োজন কত শতাংশ?
-২৫ শতাংশ।
৭.রাজপুঁটি মাছের জন্য উত্তম খাবার কোনটি?
-চালের কুড়া।
৮.অনেক ফসল পত্ররন্ধ্রের আকার কমিয়ে দেয় কীসের কারনে?
-তাপমাত্রা বৃদ্ধির কারণে।
৯.ফসলের পরিপক্বতার সময়কাল কমলে কোন ফসলের ফলন কমে?
-গম।
১০.সংবেদনশীল ফসলের বৃদ্ধি পর্যায়ে তাপমাত্রা বেশি হলে ফল ও ফুল আসে –
-তাড়াতাড়ি
১১.হ্যালোফাইটস ফসল কী?
-গোলপাতা।
১২.বেশি তাপমাত্রা সহনশীল মাছ কোনটি?
-শিং. মাগুর।
১৩.অ্যারেনকাইমা টিস্যুতে কোন উপাদানটি থাকে?
-অক্সিজেন।
১৪.উদ্ভিদের বেঁচে থাকার জন্য অপরিহার্য কী?
-কার্বণ ডাই অক্সাইড।
১৫.বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হয় কী?
-গোবর।
১৬.পানির পরিবেশ দুষণ রোধে প্রতি শতাংশে চুন দিতে হয় –
-১ কিলোগ্রাম হারে।
১৭.শুকনা পদ্ধতিতে বীজ নিষ্কাশন করা হয় –
-জারুল
১৮.বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় মাছ চাষ করা যেতে পারে কোথায়?
-খাঁচায়।
১৯.উপকূলীয় এলাকায় বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ কী?
-জলোচ্ছ্বাস।
২০.বাণিজ্যিক খামার স্থাপনে নূন্যতম গাভি প্রয়োজন কতটি?
-৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    555 Views
    by bdchakriDesk
    0 Replies 
    573 Views
    by sajib
    0 Replies 
    988 Views
    by rajib
    0 Replies 
    379 Views
    by kajol
    0 Replies 
    310 Views
    by shihab

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]