- Tue Jan 26, 2021 12:18 pm#5947
কোল্ড ওয়ার:
ঠান্ডাযুক্ত বা স্নায়ুযুক্ত। দুটি দেশের মধ্যে বিশেষ করে শক্তিশালী দেশের মধ্যে আপাতদৃষ্টিতে শান্তি বিরাজ করলেও বাস্তবে দুই দেশ কর্তৃক পরস্পরের বিরুদ্ধে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে প্রচার চালান।
কমিউনিজম:
সাম্যবাদ। শ্রেণিহীন সমাজব্যবস্থা যাতে উৎপাদন বা ভোগে কোনোরূপ ব্যক্তিগত মালিকানা থাকে না। প্রথম দিকে এই ব্যবস্থা সারা পৃথিবীতে জনপ্রিয় হলেও পরবর্তীতে এর গ্রহণযোগ্যতা হারিয়েছে।
কনফেডারেশন:
অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বাধীনতা রক্ষার জন্য কতগুলো স্বাধীন রাষ্ট্রের একত্রীকরণ। কনফেডারেশনে সদস্য রাষ্ট্রের বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা থাকে কিন্তু ফেডারেশন তা থাকে না।
কুয়োমিনটাং:
চীনা জাতীয় বিপ্লবী দল।
ক্রস ভোটিং:
শাসক দল অথবা বিরোধী দলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেয়।
গণতান্ত্রিক সমাজতন্ত্র:
গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনপূর্বক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্রে উত্তরণের পদ্ধতি।
গণভোট:
সংবিধানের বিধিবদ্ধ নিয়মের প্রেক্ষিতে রাষ্ট্রের কোনো মূলনীতি কিংবা সংবিধানে উল্লিখিত কতগুলো সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের ভোট গ্রহণকে গণভোট বলে।
ঘেরাও:
ধর্মঘটী জনতা কর্তৃক দাবি আদায়ের উদ্দেশ্যে এক বা একাধিক লোককে আবদ্ধ রাখা।
গান্ধীবাদ:
অহিংস নীতির মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লাভের জন্য মহাত্মা গান্ধী প্রচারিত মতবাদ।
চার্জ দ্য অ্যাফেয়ার্স:
রাষ্টদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান।
জাতীয়তাবাদ:
কোনো জাতি বা সমাজের রাজনৈতিক সংহতি বজায় রাখাকে জাতীয়তাবাদ বলে।
জান্তা:
জোরপূর্বক ক্ষমতা দখলকারী সামরিক অফিসারদের দল বা চক্র।
টাস্কফোর্স:
কোনো বিশেষ উদ্দেশ্যে নিয়োজিদ স্থল, বিমান, নৌ বাহিনীর সম্মিলিত সৈন্য দল।
ঠান্ডাযুক্ত বা স্নায়ুযুক্ত। দুটি দেশের মধ্যে বিশেষ করে শক্তিশালী দেশের মধ্যে আপাতদৃষ্টিতে শান্তি বিরাজ করলেও বাস্তবে দুই দেশ কর্তৃক পরস্পরের বিরুদ্ধে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে প্রচার চালান।
কমিউনিজম:
সাম্যবাদ। শ্রেণিহীন সমাজব্যবস্থা যাতে উৎপাদন বা ভোগে কোনোরূপ ব্যক্তিগত মালিকানা থাকে না। প্রথম দিকে এই ব্যবস্থা সারা পৃথিবীতে জনপ্রিয় হলেও পরবর্তীতে এর গ্রহণযোগ্যতা হারিয়েছে।
কনফেডারেশন:
অভ্যন্তরীণ ও বাহ্যিক স্বাধীনতা রক্ষার জন্য কতগুলো স্বাধীন রাষ্ট্রের একত্রীকরণ। কনফেডারেশনে সদস্য রাষ্ট্রের বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা থাকে কিন্তু ফেডারেশন তা থাকে না।
কুয়োমিনটাং:
চীনা জাতীয় বিপ্লবী দল।
ক্রস ভোটিং:
শাসক দল অথবা বিরোধী দলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেয়।
গণতান্ত্রিক সমাজতন্ত্র:
গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনপূর্বক সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্রে উত্তরণের পদ্ধতি।
গণভোট:
সংবিধানের বিধিবদ্ধ নিয়মের প্রেক্ষিতে রাষ্ট্রের কোনো মূলনীতি কিংবা সংবিধানে উল্লিখিত কতগুলো সুনির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে জনগণের ভোট গ্রহণকে গণভোট বলে।
ঘেরাও:
ধর্মঘটী জনতা কর্তৃক দাবি আদায়ের উদ্দেশ্যে এক বা একাধিক লোককে আবদ্ধ রাখা।
গান্ধীবাদ:
অহিংস নীতির মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা লাভের জন্য মহাত্মা গান্ধী প্রচারিত মতবাদ।
চার্জ দ্য অ্যাফেয়ার্স:
রাষ্টদূতের অনুপস্থিতিতে নিযুক্ত মিশনের অস্থায়ী প্রধান।
জাতীয়তাবাদ:
কোনো জাতি বা সমাজের রাজনৈতিক সংহতি বজায় রাখাকে জাতীয়তাবাদ বলে।
জান্তা:
জোরপূর্বক ক্ষমতা দখলকারী সামরিক অফিসারদের দল বা চক্র।
টাস্কফোর্স:
কোনো বিশেষ উদ্দেশ্যে নিয়োজিদ স্থল, বিমান, নৌ বাহিনীর সম্মিলিত সৈন্য দল।