Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5922
১.কোন ফসলের বীজ জমিতে ছিটিয়ে বুনতে হয়?
-গম
২.চারা উৎপাদন না করে সরাসরি মূল জমিতে বীজ দিতে হয় কোন ধানে?
-বোনা আমন।
৩.কোন বৃক্ষের পাতা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়?
-আকাশমনি।
৪.উপকূলীয় অঞ্চলের অধিক লোনা মাটিতে জন্মে কোনটি?
-গরান।
৫.প্রতি ১ লিটার দুধ উৎপাদনে গাভীকে প্রতিদিন দানাদার খাদ্য দিতে হবে কত কেজি?
-০.৫ কেজি।
৬.বাংলাদেশের বদ্ধ জলাশয়ের মোট আয়তন কত?
-৬.৭৮ লক্ষ হেক্টর
৭.কুয়াশাচ্ছন্ন অবস্থায় কোন ধরনের রোগ বেশি হয়?
-লেইট ব্লাইট।
৮.১৫ মাসে ভেড়া বাচ্চা দেয় কতবার?
-২ বার।
৯.চুন প্রয়োগের যতদিন পর হাঁস-মুরগির বাচ্চা মজুদ করতে হবে কতদিন?
-৭দিন।
১০.আকার অনুযায়ী খামারকে ভাগ করা হয় কয় ভাগে?
-২ ভাগে।
১১.কোন পোকা ভাইরাস রোগ ছড়ায়?
-জাব।
১২.ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষের নাম কী?
-সুন্দরী।
১৩.আংশিক শক্ত কাঠ প্রদায়ী প্রজাতি কোনটি?
-হরীতকী।
১৪.পাহাড়ি বনের প্রধান বৃক্ষ কোনটি?
-সেগুন।
১৫.পালংশাকে কোন ধরনের আক্রমণ দেখা দেয়?
-উড়চুঙ্গা।
১৬.বোরো মৌসুমে ধানের বীজ জাগ দিয়ে রাখতে হয় কত ঘন্টা?
-৭২ ঘন্টা।
১৭.বাংলাদেশে ভেড়া পালন করা হয় মূলত কীসের জন্য?
-মাংসের জন্য।
১৮.দেশি জাতের বাছুরের জন্মকালীন গড় আদর্শ কত?
-১৫-২০ কেজি।
১৯.সমতল ভূমির বন রয়েছে কোন জেলায়?
-টাঙ্গাইল জেলায়।
২০.সমবায় কাদের জন্য নিজস্ব পেশাগত সংগঠন?
-কৃষকদের।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    538 Views
    by bdchakriDesk
    0 Replies 
    439 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    274 Views
    by kajol
    0 Replies 
    273 Views
    by shihab

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]