Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5892
১.দোঁআশ মাটিতে বালি কণার পরিমাণ শতকরা কত ভাগ?
-৪০ ভাগ
২.কোন ধরনের দাঁত গরু বা মহিষের নেই?
-ক্যানাইন।
৩.আক্রান্ত মুরগি ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেয়, মুখ দিয়ে লালা পড়ে, সাদা চুনের মত পাতলা মল ত্যাগ করে কোন রোগের লক্ষণ?
-রাণীক্ষেত।
৪.অম্লতা সহনশীল ফসল কোনটি?
-চা, তফি, আনারস ইত্যাদি।
৫.গুদামজাতকরণে বীজের আর্দ্রতা রাখতে হয় কত শতাংশ?
-১০-১২%
৬.লবণাক্ততায় স্পর্শকাতর একটি শস্য কী?
-মসুর
৭.ফেরোমোন কী?
-পোকার দেহ থেকে নির্গত রাসায়নিক আকর্ষক পদার্থ।
৮.ফাইটোপ্লাংকটন কী?
-একটি উৎপাদক।
৯.পুকুরে মাছের পোনা ছাড়তে হয় –
-১০-১৫ সেমি লম্বা হলে
১০.রুই মাছ কোন স্তরের খাবার খায়?
-মধ্যস্তর।
১১.থ্রিপস পোকার কোন ধরনের মুখোপাঙ্গ?
-কর্তন ও শোষণ উপযোগী।
১২.হলটেয়ার থাকে কোন শ্রেণির পতঙ্গে?
-ডিপটেরা।
১৩.ধানগাছের জীবনচক্রে সবচেয়ে বেশি পানির প্রয়োজন জয় –
-ফুল আসা থেকে দুধ স্তর পর্যন্ত।
১৪.কোন পুষ্টি উপাদানের অভাবে গাছ সহজে রোগাক্রান্ত হয় ও পোকামাকড়ের আক্রমণ বাড়ে?
-এমওপি।
১৫.কোন উদ্ভদটি হেজ তৈরিতে ব্যবহৃত হয়?
-করমচা।
১৬.শস্য উৎপাদনে ফসফরাসের উপকারী ভূমিকা কী?
-শিকড় গঠন বৃদ্ধিতে সাহায্য করে।
১৭.পাতা ঝাঁঝি একটি কী?
-জলজ আগাছা।
১৮.কোন জাতের পেয়াজ সারা বছর চাষ করা যায়?
-বারি পেঁয়াজ ৩।
১৯.ধানের ব্লাস্ট রোগ সৃষ্টির জন্য দায়ী কী?
-ছত্রাক।
২০.ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার কী?
-টিএসপি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    538 Views
    by bdchakriDesk
    0 Replies 
    438 Views
    by sajib
    0 Replies 
    866 Views
    by rajib
    0 Replies 
    274 Views
    by kajol
    0 Replies 
    273 Views
    by shihab

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]