Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5883
১.অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
-Economics.
২.অর্থনীতির জনক বলা হয় কাকে?
-অ্যাডাম স্মিথকে।
৩.কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেছেন?
-অ্যাডাম স্মিথকে।
৪.Modern School of Economic Thought এর প্রতিষ্ঠাতা কে?
-অ্যাডাম স্মিথ।
৫.The Wealth of Nations গ্রন্থটির লেখক কে?
-অ্যাডাম স্মিথ।
৬.অ্যাডাম স্মিথ অর্থনীতির কোন মতবাদের প্রবক্তা ছিলেন কে?
-ক্ল্যাসিক্যাল।
৭.কে অর্থনীতিকে ‘গার্হস্থ্য ব্যবস্থাপনা’ বলে আখ্যায়িত করেছেন কে?
-এরিস্টটল।
৮.অর্থনীতিকে কোন অর্থনীতিবিদ কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন?
-মার্শাল।
৯.অর্থনীতির ক্ষেত্রে আধুনিক মতবাদ কোনটি?
-বাজার অর্থনীতি।
১০.আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বের প্রবক্তা কে?
-হেকসান ওলীন।
১১.পুঁজিবাদী অর্থনীতির নিয়ন্ত্রক কি?
-মূল্য।
১২.পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কী?
-সম্পদের ব্যক্তিমালিকানা।
১৩.ব্যবসার হার বলতে কী বোঝায়?
-রপ্তানি ও আমদানি দামের হার ।
১৪.বর্তমান বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণ কী?
-ঋণদান সংস্থাগুলোর উপর অতিরিক্ত চাপ।
১৫.২০০৮ সালের মতো গত শতাব্দীর কোন সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল?
-১৯৩০ সালে।
১৬.ব্ল ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
-সমুদ্র অর্থনীতির সাথে।
১৭.নেক্সট ইলেভেন এর ধারণা কার?
-জিম ওনিলেব।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2778 Views
    by bdchakriDesk
    0 Replies 
    681 Views
    by rafique
    0 Replies 
    509 Views
    by masum
    0 Replies 
    533 Views
    by shanta
    0 Replies 
    645 Views
    by rana

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]