Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5862
১.কম্পিউটারে ব্যবহৃত দুটি কোড কী?
-0, এবং1
২.র‌্যাম ও রম এর মধ্যে মৌলিক পার্থক্য কী?
-অস্থায়ী বনাম স্থায়ী তথ্য সংরক্ষণ
৩.বিক্রয় ডট কম কি ধরনের প্রতিষ্ঠান?
-ইন্টারনেট ভিত্তিক দোকান।
৪.কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
-রম।
৫.সর্বপ্রথশ উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম কী?
-ইনটেল 4004
৬.কম্পিউটার ভাইরাস কী?
-এক ধরনের বিশেষ প্রোগ্রাম।
৭.ই-মেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?
-২টি।
৮.কম্পিউটারের সিস্টেমে স্ক্যানার কোন ধরনের যন্ত্র?
-ইনপুট।
৯.কম্পিউটারের সফটওয়্যার বলতে কী বোঝানো হয়?
-প্রোগ্রাম বা কর্মপরিকল্পনার কৌশল।
১০.ব্যাক আপ প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
-নির্ধারিত ফাইল কপি করা।
১১.পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোডিং করার কাজকে কী বলে?
-বুটিং।
১২.গুগল সার্চে সম্প্রতি কী যোগ হয়েছে?
-ফ্রি প্যাটেন্ট এবং ট্রেডমার্ক সার্চ।
১৩.বাংলাদেশের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন দুটি কোথায় অবস্থিত?
-পটুয়াখলী এবং কক্সবাজার।
১৪.বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ই-মেই সার্ভিস কোনটি?
-জি-মেইল।
১৫.শূন্য সংখ্যার আদি ধারনা দেন কারা?
-ভারতীয়রা।
১৬.বাংলাদেশের প্রথম কম্পিউটার বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
-জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে।
১৭.পৃথিবীতে প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় কত সালে?
-১৯৮১ সালে।
১৮.প্রথম প্রজন্মের কম্পিউটারে কী ব্যবহৃত হয়েছিল?
-বাযুশূন্য ভাল্ব।
১৯.আধুনিক সকল এয়ার কন্ডিশনারে ব্যবহৃত হয় কোনটি?
-মাইক্রোকন্ট্রোলার।
২০.কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কী বলা হয়?
-বাস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    10 Views
    by shanta
    0 Replies 
    1134 Views
    by rafique
    0 Replies 
    1069 Views
    by raihan
    0 Replies 
    55 Views
    by rana
    0 Replies 
    11 Views
    by romen

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]