Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5861
১.সবুজ মগু থেকে কাগজ তৈরির পদ্ধতি আবিষ্কার করেন কে?
-বিসিআইসি।
২.দেশের একমাত্র রেয়ন মিল অবস্থিত কোথায়?
-চট্টগ্রামে।
৩.কোনটির অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বিত হয়?
-সালফার।
৪.লুকিং গ্লাস ট্রি নামে পরিচিত কোনটি?
-সুন্দরী গাছ।
৫.বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয় কত সালে?
-১৯৫৫ সালে।
৬.আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে?
-৫ জুন।
৭.ব্ল্যাকটাইগার হিসেবে পরিচিত কোনটি?
-বাগদা চিংড়ি।
৮.বাংলাদেশের ডাল গবেষনা কেন্দ্র কোথায় অবস্থিত?
-ঈশ্বরদীতে।
৯.বাংলাদেশে আম গবেষনা কেন্দ্র স্থাপন করা হয় কত সালে?
-১৯৮৪ সালে।
১০.পাটের আঁশ ছাড়ানো, দধি তৈরি এবং অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
-ব্যাকটেরিয়া।
১১.বাংলাদেশে সর্বপ্রথম সেগুন বাগান করা হয় কত সালে?
-১৮৭৩ সালে।
১২.মাছ সকালের দিকে পানির ওপর খাবি খাওয়ার কারণ কী?
-অক্সিজেনের অভাব।
১৩.কাঠ সিজনিং করেলে কাঠের স্থায়িত্ব কী হয়?
-বাড়ে।
১৪.গাছের গজাতে সাহায্য করে কোনটি?
-হাইড্রোজেন।
১৫.গরুর ক্ষুরা রোগের লক্ষণ কী?
-মুখ দিয়ে লালা ঝরা।
১৬.কৃত্রিম উপায়ে ডিম ফুটানোর যন্ত্রকে কী বলা হয়?
-ইনকিউবেটর।
১৭.হাঁসের বিষ্ঠা মাছের জন্য একটি –
-উৎকৃষ্ট জৈব সার।
১৮.খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হবে কত সালে?
-১৯৯৩ সালে।
১৯.কোন জারক রস আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে তা হলো –
-পেপসিন।
২০.রিং বেসিন পদ্ধতিতে কোন ফসলে সেচ দেয়া হয়?
-ফল গাছ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    531 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]