Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5858
গবেষণাগারে তৈরি মুরগির মাংস
মার্কিন স্টার্টআপ প্রতিষ্ঠান ইট জাস্ট এর গবেষণাগারে কৃত্তিম উপায়ে তৈরি মুরগির মাংস বিশ্বের প্রথম দেশ হিসেবে বাজারজাতকরণ অনুমতি দিয়েছে সিঙ্গাপুর। গবেষণাগারে সরাসরি প্রাণীর কোষ থেকে তৈরি উচ্চমানের এ মুরগির মাংস খেতে সুস্বাদু এবং সম্পূর্ণ নিরাপদ। নাগটে হিসেবে প্রিমিয়াম মুরগির মাংসের দামে ক্রেতারা বিশেষ এ মাংস কিনতে পারবেন।

আলোকনির্ভর প্রথম কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার
চীনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো আলোকনির্ভর কোয়ান্টাম কম্পিউটার তৈরির দাবি করেন। বিশেষ এ কোয়ান্টাম কম্পিউটারের নাম দেয়া হয়েছে জিউঝ্যাঙ। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চাইতেও ১,০০০ কোটি গুণ দ্রুততার সাথে গণনা করতে পারে বলে তারা দাবি করেন। তুলনামূলকভাবে ছোট আকৃতির এ কোয়ান্টাম কম্পিউটার অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবে। বর্তমানে কোনো সুপার কম্পিউটারই এতটা শক্তিশালী নয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের যে হিসাব কষতে ২০০ কোটি বছর লাগতে পারে, ২০০ সেকেন্ডে তা সারা যাবে এ কম্পিউটারে।

সুস্থ মানুষের লালায় অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন
সম্প্রতি বিজ্ঞানীরা সুস্থ মানুষের লালায় এমন একটি জীনের সন্ধান পেয়েছেন যা যক্ষ্মা চিকিৎসায় ব্যবহৃত ডি-সাইক্লোসেরিন নামের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাকে নষ্ট করে দিতে পারে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুটি আলাদা আলাদা নমুনা সেটের প্রায় সব সুস্থ স্বেচ্ছাসেবকের লালায় এ ভ্রাম্যমান জিনের সন্ধান পান লন্ডনের ইউনির্ভাসিটি কলেজ, কিংস কলেজ ও বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

জীবাণু প্রতিরোধক স্মার্টফোন
বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন ক্যাট এস ৪২ নিয়ে আসছে রিডিংভিত্তিক সংস্থা বুলিট। ফোনটিতে ব্যবহৃত সিলভার আয়ন ২৪ ঘন্টায় ৯৯.৯% জীবানুর বিস্তার রোধ করে। এর উপাদানগুলোতে ব্যবহার করা হয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল টেকনোলজি। ফোনটি অসমতল টেকসই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। ফোনটি বায়োমাস্টার অ্যান্টিমাইক্রেবায়াল প্রযুক্তিতে সজ্জিত হয়ে ২০২১ সালে বিশ্ব বাজারে পাওয়া যাবে। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে প্রায় ২৬,০০০ টাকা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    16444 Views
    by apple
    জানা অজানা
    by shahan    - in: জানা-অজানা
    0 Replies 
    243 Views
    by shahan
    0 Replies 
    1304 Views
    by raihan
    0 Replies 
    1112 Views
    by masum
    0 Replies 
    1714 Views
    by shanta

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]