Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5854
১.অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছর শুরুর তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে কত টাকা?
-৪,০০০ টাকা
২.মেসার্স জারিফ অ্যান্ড কোং এর রেওয়ামিলে প্রদর্শিত সমাপনী মজুদের মূল্য ৩০,০০০ টাকা। এটি হিসাবভুক্ত হবে –
-ক্রয়-বিক্রয় হিসাব ও উদ্বত্তপত্রে।
৩.ব্যাংক মিলকর বিবরণীতে মাঝপথে আমানত –
-ব্যাংক উদ্বত্তের সাথে যোগ করা হয়।
৪.হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী?
-সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
৫.হিসাববিজ্ঞানের আওতাভুক্ত হলো –
-ব্যবসায়িক ও অব্যবসায়িক উভয় প্রকার লেনদেন।
৬.নির্দিষ্ট সময় শেষে সব মজুতের পরিমাণ গণনা করে পণ্যের অস্তিত্ব যাচাই ও মূল্য নিরূপণ করাকে কী বলে?
-কালান্তিক মজুত পদ্ধতি।
৬.বিক্রয়মূল্যের ২০% মুনাফা হলে বিক্রয় ব্যয়ের –
-২৫% মুনাফা।
৭.ক্রয়ের তারিখ থেকে তিন মাস বা আরও কম সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদকে কী বলে?
-নগদ সমতুল্য।
৮.দুইজন অংশীদারের মুনাফা বণ্টনের হার ৩:১। তারা তৃতীয় ব্যক্তিকে ১/৫ অংশ দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে নতুন মুনাফা বণ্টনের হার কত?
-৩:১:১।
৯.তিনঘরা হিসাব বইতে হিসাব সংরক্ষিত হয় কতটি ও কী কী?
-চারটি। যথা:
১.নগদ
২.ব্যাংক
৩.প্রদত্ত বাট্টা
৪.প্রাপ্ত বাট্টা
১০.বকেয়া তলবকে উদ্বত্তপত্রে দেখানো হয় –
-তলবকৃত মূলধন হতে বিয়োগ করে।
১১.শাপলা কোম্পানির নিট চলতি মূলধন ১,৮০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫:২। উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ কত টাকা?
-১,২০,০০০ টাকা
১২.দুইজন অংশীদারের মুনাফা বণ্টনের হার ৩:১ । তারা তৃতীয় ব্যক্তিকে ১/৫ অংশ দিয়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলে, নতুন মুনাফা বণ্টনের হার কত হবে?
-৩:১:১।
১৩.ক্রয়ের তারিখ থেকে তিন মাস বা আরও কম সময়ের মধ্যে নগদে রূপান্তরযোগ্য সম্পদকে কী বলে?
-নগদ সমতুল্য।
১৪.বিনিময় বিলের প্রস্তুতকারী কে?
-আদেষ্টা।
১৫.ব্যাংক মিলকরণ বিবরণীতে মাঝপথে আমানত –
-ব্যাংক উদ্বত্তের সাথে যোগ করা হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    83 Views
    by rafique
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    504 Views
    by masum
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]