Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5829
১.গম চাষের জন্য জমিতে লাঙল চালনা করা হয় কী দেখে?
-মাটির ’জো’।
২.বীজের অঙ্করোদগম ক্ষমতা কত হলে ফসল ভালো হয়?
-৬০%।
৩.সর্বপ্রথম বাংলাদেশে কৃষি গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৯০৮ সালে।
৪.প্রাকৃতিক শক্তির মধ্যে কৃষিকাজে ব্যবহারের সম্ভাবনাময় শক্তি –
-সৌরশক্তি ।
৫.পাওয়ার টিলারের প্রথম প্রচলন হয়েছিল কখন?
-বিংশ শতাব্দীর প্রথম দিকে।
৬.কার্বুরেটরের কাজ কী?
-জ্বালানি ও বাতাস উপযুক্ত অনুপাতে মিশ্রিত করা।
৭.ব্যাটারির ছিপিতে ছোট ছোট ছিদ্র থাকে –
-গ্যাস ও বাষ্প বেরিয়ে যাওয়ার জন্য।
৮.প্রধান রোলার ও নিষ্কাশন রোলারের মাঝে ফাঁক থাকা উচিত কত?
-০.৯-১ মিমি।
৯.বাংলাদেশের কোন জেলায় গমের চাষ ভালো হয়?
-ঠাকুরগাঁও।
১০.ক্ষেত থেকে ফসল কাটার সময় ফসলের আর্দ্রতা কত থাকে?
-১৮-৪০%
১১.গুদামঘরে মাছের সংরক্ষিত খাদ্য কত সেমি উপরে কাঠের পাটাতনে রাখতে হয়?
-১২-১৫ সেমি।
১২.সাইলোপিটে ঘাস রাখার সময় কোন দ্রবণ ছিটিয়ে দিতে হয়?
-ঝোলাগুড়।
১৩.সিমাজিন ব্যবহার করা হয় –
-জলজ আগাছা দমনে।
১৪.বাংলাদেশে আলু চাষের জন্য প্রতি শতকে পচা গোবর দেয়া প্রয়োজন কত?
-৪০ কেজি।
১৫.আলু বীজ শোধন করতে ব্যবহার করা হয় কী?
-বরিক এসিড।
১৬.যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় তাকে কী বলে?
-আঁতুড় পুকুর।
১৭.প্রাকৃতিক খাদ্য পরীক্ষায় ২০ সেমি ব্যাসের সাদা কালো থালাকে কী বলে?
-সেকিডিস্ক।
১৮.বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে?
-৮০ ভাগ।
১৯.বর্তমানে দেশের উৎপাদিত মাছের কতভাগ মুক্ত জলাশয় হতে আসে?
-৩৫%।
২০.প্ল্যাংকটনের উপস্থিতির জন্য পানির রং কী হয়?
-বাদামি সবুজ হয়।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  85 Views
  by apureza2017
  0 Replies 
  93 Views
  by apureza2017
  1 Replies 
  86 Views
  by basheer
  0 Replies 
  69 Views
  by apureza2017
  0 Replies 
  65 Views
  by apureza2017