- Mon Jan 18, 2021 2:32 pm#5699
১.৯ নভেম্বর ২০১৯ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেমের উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
-বুলবুল।
২.স্বল্প স্থানের মধ্যে সীমাবদ্ধ দৈর্ঘ্য ও প্রস্থে ক্ষুদ্র প্রবল ঘূর্ণিবাতাসকে কী বলে?
-টর্নেডো।
৩.প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থাগ্রহণ ফলপ্রসূ হবে?
-কমিউনিটি পর্যায়ে।
৪.প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে?
-২২ এপ্রিল ২০১৬।
৫.দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
-দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশোমন।
৬.সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত কোথায়?
-নয়াদিল্লি।
৭.বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কত সালে?
-১৯৯২ সালে।
৮.বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন রয়েছে কতটি?
-৩৫টি।
৯.বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা কী হয়?
-বাড়ে।
১০.বাংলাদেশে মোট ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে কতটি?
-৪টি।
১১.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
-জানুয়ারি ।
১২.কোন অঞ্চলে সাধারণত সারা বছর বৃষ্টিপাত হয়?
-নিরক্ষীয় অঞ্চলে।
১৩.ভূ-পৃষ্টের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ কত?
-১৪.৭২ পাউন্ড।
১৪.ঋতু পরিবর্তেনের সাথে বায়ুর কোন দিক পরিবর্তিত হয় তাকে কী বলে?
-মৌসুমি বায়ু।
১৫.গর্জনশীল চল্লিশার অবস্থান –
-৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রী অক্ষাংশ।
১৬.মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
-ভারত।
১৭.পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
-আল-আজিজিয়া, লিবিয়া।
১৮.জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
-সিলেট।
১৯.বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কোনটি?
-মহানন্দা।
২০.কুয়াকাটার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
-১৮ কিমি।
-বুলবুল।
২.স্বল্প স্থানের মধ্যে সীমাবদ্ধ দৈর্ঘ্য ও প্রস্থে ক্ষুদ্র প্রবল ঘূর্ণিবাতাসকে কী বলে?
-টর্নেডো।
৩.প্রাকৃতিক দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন পর্যায়ে ব্যবস্থাগ্রহণ ফলপ্রসূ হবে?
-কমিউনিটি পর্যায়ে।
৪.প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে?
-২২ এপ্রিল ২০১৬।
৫.দূর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?
-দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশোমন।
৬.সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত কোথায়?
-নয়াদিল্লি।
৭.বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় কত সালে?
-১৯৯২ সালে।
৮.বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন রয়েছে কতটি?
-৩৫টি।
৯.বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা কী হয়?
-বাড়ে।
১০.বাংলাদেশে মোট ভূ-উপগ্রহ কেন্দ্র রয়েছে কতটি?
-৪টি।
১১.বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
-জানুয়ারি ।
১২.কোন অঞ্চলে সাধারণত সারা বছর বৃষ্টিপাত হয়?
-নিরক্ষীয় অঞ্চলে।
১৩.ভূ-পৃষ্টের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপ কত?
-১৪.৭২ পাউন্ড।
১৪.ঋতু পরিবর্তেনের সাথে বায়ুর কোন দিক পরিবর্তিত হয় তাকে কী বলে?
-মৌসুমি বায়ু।
১৫.গর্জনশীল চল্লিশার অবস্থান –
-৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রী অক্ষাংশ।
১৬.মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?
-ভারত।
১৭.পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
-আল-আজিজিয়া, লিবিয়া।
১৮.জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
-সিলেট।
১৯.বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী কোনটি?
-মহানন্দা।
২০.কুয়াকাটার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
-১৮ কিমি।