Try bdQuiz for Free!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5698
১.জাতীয় রাজস্ব বোর্ড ঘোষিত সর্বশেষ শুল্ক স্টেশন কোনটি?
-রামপাল বিদ্যুৎ কেন্দ্র এলাকা।
২.পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নতুন নাম কী?
-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন, পঞ্চগড়।
৩.৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?
-১৭-২৪ মার্চ ২০২১।
৪.৬ষ্ঠ কৃষিশুমারি কবে অনুষ্ঠিত হবে?
-৯-২০ জুন ২০১৯।
৫.পদ্মা সেতু প্রকল্পে কবে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয়?
-১৭ মে ২০১৯ সালে।
৬.১৪ মে ২০১৯ কোন স্যাটেলাইট টেলিভিশন অনুমোদন দেয়া হয়?
-টিভি টুডে।
৭.সংগ্রাম ও প্রত্যাশা কী?
-বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ।
৮.বর্তমানে দুর্গম ঘোষিত উপজেলা কতটি?
-১৬টি।
৯.সম্প্রতি সন্ধান পাওয়া ফিকল ঝরণা কোথায় অবস্থিত?
-কমলগঞ্জ, মৌলভিবাজার।
১০.সুন্দরবনের বাঘের সংখ্যা বর্তমানে কত?
-১১৪টি।
১১.৩ মে ২০১৯ বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণীর নামকরণ করেছে কোন দেশ?
-বাংলাদেশ।
১২.ফণী শব্দের অর্থ কী?
-সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণী।
১৩.গবাদিপশু উৎপাদনের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত?
-১২ তম।
১৪.জীবন বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত?
-৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা।
১৫.সাধারণ বীমা কর্পোরেশনের অনুমোদিত মূলধন কত?
-১০০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা।
১৬.বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য চলচিত্রের পরিচালক কে?
-শ্যাম বেনেগাল (ভারত)।
১৭.জাতিসংঘের অস্ত্র বাণিজ্যচুক্তি থেকে কবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
-২৬ এপ্রিল ২০১৯।
১৮.২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
-অধ্যাপক আনিসুজ্জামান ।
১৯.জাপানি সম্রাটের অভিষেক হয় যে সিংহাসনে তার নাম কী?
-চন্দ্রমল্লিকা সিংহাসন।
২০.বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশী টি ২০ লিগে খেলার সুযোগ লাভ করেন কে?
-জাহানারা আলম।

    এখন সময়টাই প্রচন্ড ব্যস্ত। প্রতি মুহুর্তে বেড়ে চ[…]

    ৪. ব্লগে লিখুন কিংবা তৈরি করুন ব্যক্তিগত ব্লগসাইটঃ[…]

    bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন