Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5696
জুতার দাম কোটি টাকা
নিউইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউসের নিলামে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্সের মূল্য উঠে ১,২৬,০০০ ডলার। অ্যাডিডাস স্নিকার্সের বিশ্বরেকর্ড মূল্যের চামড়ার তৈরি এ জুতা জোড়ার ওপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন করা। এ ডিজাইন এতটাই নিখুঁত যে প্রতি বছর মাত্র দুটির বেশি উৎপাদন করা সম্ভব না।

বরফ-মানবের বিশ্বরেকর্ড
১৯ ডিসেম্বর ২০২০ ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর ওয়াটার ল্যু’তে ২ ঘন্টা ৪৫ মিনিট ৪৩ সেকেন্ড ধরে নিজের গলা পর্যন্ত বরফে ডুবে থেকে বিশ্বরেকর্ড গড়েন ৩৪ বছর বয়সি ফরাসি বরফ মানব স্বাস্থ্যকর্মী রোমেইন ভ্যান্ডেনড্রপ। আগের রেকর্ড এর চেয়ে তিনি ৪০ মিনিট বেশি বরফের মধ্যে অবস্থান করেন।

১০ সেকেন্ডে ১৪৪ তলা বিল্ডিং চুরমার
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সম্প্রতি ১৪৪ তলা বিল্ডিং ভেঙ্গে ফেলা হয় মাত্র ১০ সেকেন্ড। এত উঁচু বিল্ডিং অল্প সময়ের মধ্যে ভেঙ্গে ফেলার এটা নতুন বিশ্বরেকর্ড। ১৬৫ মিটার উঁচু এ টাওয়ারটি নিয়ন্ত্রিত ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভেঙ্গে ফেলা হয়। এটি ধ্বংসে ৯১৫ কেজি বিস্ফোরক তিন হাজারের বেমি ডিটোনেটরের মাধ্যমে সক্রিয় করা হয় । এরপর চোখের পলকে বিল্ডিং ধসে পড়ে। এটি ছিল ৫৪১.৪৪ ফুট লম্বা।

৮৯৭ বছরের কারাদন্ড!
১৮ ডিসেম্বর ২০২০ যুক্তরাষ্ট্রের একটি আদালত ধর্ষণসহ একাধিতক অপরাধে দোষী সাব্যস্ত রয় চার্লস ওয়ালার নামে এক সিরিয়াল ধর্ষণকারীকে ৮৯৭ বছরের কারাদন্ড দেন। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার স্যাকরামেন্টো বিভিন্ন এলাকায় ৯ জন নারীকে ধর্ষণ করার পাশাপাশি ৪৬ টি গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল।

৪৩ লাখ টাকার জুতা
ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের ২৫০ বছরের পুরানো একজোড়া জুতা সম্প্রতি নিলামে বিক্রি হয় ৫১,০০০ ডলারে। অর্থাৎ ৪৩ লাখ টাকায়। ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোনেতের এ জুতা জোড়া ১৫ নভেম্বর ২০২০ নিলামে উঠানো হয়। সাদা রঙের ৮ ইঞ্চি লম্বা কিছুটা উঁচু হিলের এ জুতার ওপরের অংশটি রিবন দিয়ে সাজানো। দেশটির রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী মারী আনতোয়ানেত ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]