Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5669
১.ঢাকা মহানগরের মোট আয়তন কত?
-২৬৯.৯৬ বর্গ কিলোমিটার।
২.ঢাকার দুই সিটি কর্পোরেশনে বর্তমানে মোট ওয়ার্ড কতটি?
-১২৯ টি।
৩.পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী রাখার প্রস্তাব করা হয়েছে?
-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
৪.আয়তনে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোথায় হবে?
-মিরসরাই।
৫.বাংলাদেশ ব্যাংক কতবার মুদ্রানীতি প্রণয়ন ও প্রকাশ করে থাকে?
-২ বার।
৬.বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের মেয়াদ কত বছর করার প্রস্তাব করা হয়েছে?
-৪ বছর।
৭.বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ দেবেন কে?
-রাষ্ট্রপতি।
৮.দেশে প্রথম জাতীয় গৃহায়ন নীতি প্রণয়ন করা হয় কবে?
-১৯৯৩ সালে।
৯.জাতীয় গৃহায়ন নীতিমালা ২০১৬, জারি করা হয় কবে?
-১৯ জুলাই ২০১৭।
১০.মৎস্য অধিদপ্তরকে ইংলিশের জিআই সনদ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় কবে?
-২৪ আগস্ট ২০১৭।
১১.কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
-১৭ আগস্ট ২০১৬।
১২.২৩ আগস্ট ২০১৭ চীনে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
-হাতো ।
১৩.ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৯ সেপ্টেম্বর ১৯৬০।
১৪.পানামা পেপারস ফাস হয় কবে?
-৩ এপ্রিল ২০১৬ ।
১৫.বর্তমানে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সবচেয়ে বেশি কোন দেশে?
-সিঙ্গাপুরে।
১৬.বর্তমানে মোবাইল ইন্টারনেট গতি সবচেয়ে বেশি কোন দেশে?
-নরওয়ে।
১৭.২০১৭ সালের অর্থপাচার ও সন্ত্রাসের অর্থায়ন প্রতিরোধ সূচকে ঝুকিপূর্ণ দেশ কোনটি?
-ইরান।
১৮.১৮ তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হবে?
-৬-১৫ আগস্ট ২০২১।
১৯.২০১৬-১৭ মৌসুমের জন্য ইউফা বর্ষসেরা ফুটবলার মনোনীত হয় কে?
-রোনালদো।
২০.১৭ তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হয়?
-২৮ সেপ্টেম্বর -৬ অক্টোবর ২০১৯।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    490 Views
    by tasnima
    0 Replies 
    224 Views
    by raihan
    0 Replies 
    195 Views
    by rafique
    0 Replies 
    103 Views
    by masum
    0 Replies 
    181 Views
    by shanta

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]