Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5603
১.বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
-নাটোরের লালপুর।
২.বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনিচ মান সময়ের মধ্যে পার্থক্য কত?
-৬ ঘন্টা।
৩.ময়নামতির পূর্বনাম কী?
-রোহিতগিরি।
৪.ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে কত ভাগে?
-৩ ভাগে।
৫.মধুপুর ও ভাওয়াল গড়ের মাটির রং কেমন?
-লালচে ও ধূসর।
৬.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট এর অবস্থান কোথায়?
-ফরিদপুর।
৭.বাংলাদেশের মিঠাপানির মাছের প্রধান উৎস কী?
-চলনবিল।
৮.কৃষিকার্যে প্রাকৃতিক নিয়ামকগুলো কী কী?
-জলবায়ু, মৃত্তিকা ও ভূ-প্রকৃতি।
৯.আখ চাষের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় কত সেন্টিমিটার?
-১৫০ সেমি।
১০.সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি এ কত নিউটন?
-১০ নিউটন।
১১.কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কোন পরিবর্তন ঘটে?
-বায়ুপ্রবাহ বেড়ে যায়।
১২.সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী?
-বায়ুপ্রবাহের প্রভাব।
১৩.সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে কোনটি?
-নিম্নচাপ ও উচ্চতাপমাত্রা।
১৪.সমুদ্র বন্দরের জন্য ঘূর্ণিঝড়ের সতর্কতা ও হুশিয়ারি সংকেত কতটি?
-১১ টি।
১৫.পার্বত্য এলাকায় কোন ধরনের বন্যা দেখা দেয়?
-আকস্মিক বন্যা।
১৬.ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি কোথায়?
-উপকেন্দ্রে।
১৭.বাংলাদেশকে কয়টি ভূমিকম্পনীয় অঞ্চলে ভাগ করা হয়েছে?
-৩ টি অঞ্চলে।
১৮.বাংলাদেশে কালবৈশাখী ঝড় সংঘটিত হয় কখন?
-প্রাক-মৌসুমি বায়ু ঋতুতে।
১৯.কোন দূর্যোগের পূর্বাভাস দেয়া সম্ভব হয় না?
-ভূমিকম্প।
২০.সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০ হচ্ছে –
-দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  1 Replies 
  359 Views
  by sumon
  0 Replies 
  262 Views
  by bashir5971
  0 Replies 
  117 Views
  by bashir5971
  0 Replies 
  138 Views
  by bashir5971
  0 Replies 
  139 Views
  by bashir5971

  ১. সূর্য এবং তার গ্রহ ,উপগ্রহ ,গ্রহাণুপুঞ্জ ,অসংখ্[…]

  ১. অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে দেশের দারিদ্রের […]

  ১. আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র -পৃথিবীর নিম্নকক্ষে […]