- Fri Jan 15, 2021 2:52 pm#5600
১.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে?
-লর্ড মাউন্টব্যাটেন।
২.আগরতলা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
-ত্রিপুরা।
৩.প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কোথায়?
-কুমিল্লা ও নোয়াখালী।
৪.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
-১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে।
৫.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
-সেনেগাল।
৬.মুক্তিযুদ্ধকালীন মোট ব্রিগেড ছিল কতটি?
-তিনটি।
৭.কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
-মিজোরাম।
৮.বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
-তৈরি পোশাক।
৯.বাংলাদেশে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় কত তারিখে?
-১ ডিসেম্বর।
১০.বিধবা বিবাহ আইন প্রচলনের অবদান রাখেন কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
-৬,১৫০ মিটার।
১২.বাংলার প্রথম মুসলমান সুলতান কে?
-ইলিয়াস শাহ।
১৩.ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী?
-জারি।
১৪.বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন কে?
-হাজী শরীয়তউল্লাহ।
১৫.আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে?
-২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
১৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল-
-৮ নং সেক্টরে।
১৭.সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে কী?
-রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন।
১৮.জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
-মোহাম্মদ উল্লাহ।
১৯.বাংলাদেশের শীতল পানির ঝর্না অবস্থিত কোথায়?
-কক্সবাজারের ছিমছড়ি পাহাড়ে।
২০.বনবিভাগের মতে, সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কতটি?
-১১৪ টি।
-লর্ড মাউন্টব্যাটেন।
২.আগরতলা ভারতের কোন রাজ্যে অবস্থিত?
-ত্রিপুরা।
৩.প্রাচীন বাংলার সমতট জনপদের বর্তমান অবস্থান কোথায়?
-কুমিল্লা ও নোয়াখালী।
৪.রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
-১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে।
৫.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
-সেনেগাল।
৬.মুক্তিযুদ্ধকালীন মোট ব্রিগেড ছিল কতটি?
-তিনটি।
৭.কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
-মিজোরাম।
৮.বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?
-তৈরি পোশাক।
৯.বাংলাদেশে মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় কত তারিখে?
-১ ডিসেম্বর।
১০.বিধবা বিবাহ আইন প্রচলনের অবদান রাখেন কে?
-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
-৬,১৫০ মিটার।
১২.বাংলার প্রথম মুসলমান সুলতান কে?
-ইলিয়াস শাহ।
১৩.ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কী?
-জারি।
১৪.বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন কে?
-হাজী শরীয়তউল্লাহ।
১৫.আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কবে?
-২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
১৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল-
-৮ নং সেক্টরে।
১৭.সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে কী?
-রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন।
১৮.জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?
-মোহাম্মদ উল্লাহ।
১৯.বাংলাদেশের শীতল পানির ঝর্না অবস্থিত কোথায়?
-কক্সবাজারের ছিমছড়ি পাহাড়ে।
২০.বনবিভাগের মতে, সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা কতটি?
-১১৪ টি।