Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5491
১.ইতিহাসের প্রধান উপজীব্য কোনটি?
-মানব সমাজের অগ্রযাত্রার ধারা।
২.মানব সভ্যতার ফিনিশীয়দের অবদান কীসে?
-বর্ণমালা তৈরিতে।
৩.প্রাচীন গ্রিক নগরাষ্ট্র কোনটি?
-এথেন্স, স্পার্টা ও আলেকজান্দ্রিয়া।
৪.কুখ্যাত ইনসেন কারাগার অবস্থিত কোথায়?
-মিয়ানমার।
৫.সিরীয় শিশু আইলান কুর্দি মৃত্যুবরণ করে কোথায়?
-ভূমধ্যসাগরে।
৬.প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
-ভার্সাই চুক্তি।
৭.ব্ল্যাক মানডে কিসের সাথে সম্পর্কিত?
-স্টক মার্কেট।
৮.আন্তর্জাতিক রেডক্রস দিবস পালিত হয় কত তারিখে?
-৮ মে।
৯.ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রস্তাবকৃত দেশ কোনটি?
-চীন।
১০.বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত কোনটি?
-ম্যানচেস্টার।
১১.সর্বাধিক সংখ্যক দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র কোনটি?
-ইন্দোনেশিয়া।
১২.সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলা হয়-
-১৯৩০ সালে।
১৩.কোন দেশের ক্রিকেটাররা কিউই নামে পরিচিত?
-নিউজিল্যান্ড।
১৪.ফরাসি বিপ্লবের স্লোগান কোনটি?
-স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
১৫.আফ্রিকার বর্ণবাদের সমাপ্তি ঘটে কত সালে?
-১৯৯৪ সালে ।
১৬.বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হলো কোনটি?
-এঞ্জেল।
১৭.বিশ্ব মানবাধিকার দিবস কবে?
-১০ ডিসেম্বর।
১৮.ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত?
-লন টেনিস।
১৯.ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোন দ্বীপে?
-সেন্ট হেলেনা দ্বীপে।
২০.ভারতীয় লোকসভার সির্বাচিত সদস্য সংখ্যা কত জন?
-৫৪৩ জন।

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]