- Tue Jan 12, 2021 10:17 am#5486
১.নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে?
-হযরত আয়শা (রা.) ।
২.তাকওয়া শব্দের অর্থ কী?
-তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, ভয় করা ইত্যাদি।
৩.নিজেদের সৎ কাজের জন্য গর্ব করা উচিত নয় কেন?
-মুমিন ব্যাক্তি যত বড় সৎকর্মই করুক, এর জন্য গর্ব করার অধিকার তার নেই। কারণ সৎকর্ম আল্লাহর অনুগ্রহ ও কৃপারই ফল।
৪.গুলুল শব্দের অর্থ কী?
-গুলুল শব্দটি সাধারণভাবে খেয়ানত অর্থ ব্যবহৃত হয়। বিশেষ করে গনিমতের মালের খেয়ানতকেই গুলুল বলে।
৫.সবর অর্থ কী?
-সবর আরবি শব্দ। অর্থ বিরত রাখা, বাধা দেয়া, ধৈর্য।
৬.রেবাত কী?
-ইসলামি সীমান্ত হেফাজত করার লক্ষ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষারত থাকাকে রেবাত বলে।
৭.মুতাযিলা অর্থ কী?
-মুতাযিলা অর্থ রদূর হওয়া।
৮.শফক ও উফুক এর অর্থ কী?
-শফক হরো সূর্যাস্তের পর পশ্চিমাকাশে লাল রেখা বা লালিমা। উফুক হলো সকাল বেলা সূর্যোদয়ের সময়ের পূর্ব দিগন্তের লাল রেখা।
৯.উম্মুল কুরআন কী?
-আরবি উম্মু শব্দের অর্থ জননী বা মূল। সুতরাং উম্মুল কুরআন হলো কুরআনের মূল।
১০.সালাতুল উসতা কী?
-সালাতুল উসতা অর্থ মধ্যবর্তী নামাজ।
১১.আজানের অর্থ কী?
-আজানের অর্থ হলো আহ্বান করা, জানিয়ে দেয়া, সংবাদ দেয়া ইত্যাদি।
১২.তারজী এর অর্থ কী?
-তারজী শব্দের অর্থ পুনরায় করা।
১২.দোযখ কতটি এবং কী কী?
-দোযখ সাতটি। যথা:
১.জাহান্নাম
২.লাযাহ
৩.হোতামাহ
৪.সায়ীর
৫.সাকার
৬.জাহীম এবং
৭.হাবিয়াহ
-হযরত আয়শা (রা.) ।
২.তাকওয়া শব্দের অর্থ কী?
-তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, ভয় করা ইত্যাদি।
৩.নিজেদের সৎ কাজের জন্য গর্ব করা উচিত নয় কেন?
-মুমিন ব্যাক্তি যত বড় সৎকর্মই করুক, এর জন্য গর্ব করার অধিকার তার নেই। কারণ সৎকর্ম আল্লাহর অনুগ্রহ ও কৃপারই ফল।
৪.গুলুল শব্দের অর্থ কী?
-গুলুল শব্দটি সাধারণভাবে খেয়ানত অর্থ ব্যবহৃত হয়। বিশেষ করে গনিমতের মালের খেয়ানতকেই গুলুল বলে।
৫.সবর অর্থ কী?
-সবর আরবি শব্দ। অর্থ বিরত রাখা, বাধা দেয়া, ধৈর্য।
৬.রেবাত কী?
-ইসলামি সীমান্ত হেফাজত করার লক্ষ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষারত থাকাকে রেবাত বলে।
৭.মুতাযিলা অর্থ কী?
-মুতাযিলা অর্থ রদূর হওয়া।
৮.শফক ও উফুক এর অর্থ কী?
-শফক হরো সূর্যাস্তের পর পশ্চিমাকাশে লাল রেখা বা লালিমা। উফুক হলো সকাল বেলা সূর্যোদয়ের সময়ের পূর্ব দিগন্তের লাল রেখা।
৯.উম্মুল কুরআন কী?
-আরবি উম্মু শব্দের অর্থ জননী বা মূল। সুতরাং উম্মুল কুরআন হলো কুরআনের মূল।
১০.সালাতুল উসতা কী?
-সালাতুল উসতা অর্থ মধ্যবর্তী নামাজ।
১১.আজানের অর্থ কী?
-আজানের অর্থ হলো আহ্বান করা, জানিয়ে দেয়া, সংবাদ দেয়া ইত্যাদি।
১২.তারজী এর অর্থ কী?
-তারজী শব্দের অর্থ পুনরায় করা।
১২.দোযখ কতটি এবং কী কী?
-দোযখ সাতটি। যথা:
১.জাহান্নাম
২.লাযাহ
৩.হোতামাহ
৪.সায়ীর
৫.সাকার
৬.জাহীম এবং
৭.হাবিয়াহ