Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5470
১.বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে কবে?
-২০২১ সালে।
২.বাংলাদেশের সুইজারল্যান্ড নামে খ্যাত কোনটি?
-টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ।
৩.সিন্ধু সভ্যতা কোন যুগের?
-তাম্র যুগের।
৪.ভিয়েতনামের রাজধানীর নাম কী?
-হ্যানয়।
৫.ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
-পর্তুগাল।
৬.ফাদার অব অল বোম্বস কোন দেশের তৈরি?
-রাশিয়া।
৭.মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
-উত্তর মেসিডোনিয়া।
৮.কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী?
-বুধ।
৯.ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
-ভলগা।
১০.এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
-ইয়েমেন।
১১.গারুদা কোন দেশের বিমান সংস্থা?
-ইন্দোনেশিয়া।
১২.সালভাদর ডালি ছিলেন একজন কী?
-চিত্রশিল্পী।
১৩.জাপানের পূর্ব নাম ক?
-নিপ্পন।
১৪.জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-সালোম জুরাবিশভিলি।
১৫.বাজার মূল্যে বিশ্বের শীর্ষ শেয়ার বাজার কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৬.সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
-রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৭.ইউনেস্কো এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৩।
১৮.ওপেক এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৪।
১৯.অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
-জুলাই ২০২০-জুন ২০২৫।
২০.তিস্তা বাধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
-লালমনিরহাট।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  263 Views
  by afrima3325
  0 Replies 
  257 Views
  by afrima3325
  0 Replies 
  217 Views
  by afrima3325
  0 Replies 
  214 Views
  by afrima3325
  0 Replies 
  208 Views
  by afrima3325

  বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

  বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

  প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

  ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]