Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5464
১.দেশের সর্বশেষ মোবাইল কোম্পানির নাম কী?
-সর্বশেষ মোবাইল কোম্পানির নাম এয়ারটেল।
২.এয়ারটেল কবে যাত্রা শুরু করে?
-২০ ডিসেম্বর ২০১০ সালে।
৩.আল জাজিরা কী?
-কাতারভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল।
৪.হেরাল্ড ট্রিবিউন কোথা থেকে প্রকাশিত হয়?
-নিউইয়র্ক থেকে।
৫.ন্যাশনাল হেরাল্ড পত্রিকা প্রকাশিত হয় কোন দেশ থেকে?
-ভারত থেকে।
৬.বাংলাদেশ বেতারের যাত্রা শুরু হয় কত সালে?
-১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
৭.প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ বেতারের নাম কী ছিল?
-অল ইন্ডিয়া রেডিও।
৮.কত সালে ঢাকা বেতার কেন্দ্রকে ঢাকা ক এবং ঢাকা খ এ দুটি চ্যানেলে বিভক্ত করা হয়?
-১৯৬৩ সালে।
৯.জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ কী?
-বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি নিয়ন্ত্রণমূলক সংস্থা।
১০.বহির্বিশ্বের জন্য বাংলাদেশ বেতান কয়টি ভাষায় অনুষ্ঠান প্রচার করছে?
-বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি ও নেপালি ভাষায়।
১১.স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অবস্থান কোথায় ছিল?
-চট্টগ্রামের কালুর ঘাটে।
১২.কে টেলিভিশন আবিষ্কার করেন?
-বিজ্ঞানী জন এল বেয়ার্ড।
১৩.কত সালে টেলিভিশন আবিষ্কৃত হয়?
-১৯৩০ সালে ।
১৪.কবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা নামে আবির্ভাব ঘটে?
-১৯৭২ সালের ১৫ সেপ্টেম্বর।
১৫.পৃথিবীর কোন দেশের জনগন সবচেয়ে বেশি সংবাদপত্র পড়ে?
-নরওয়ের জনগণ।
১৬.ভয়েজ অব জিহাদ কী?
-আল কায়েদার অর্থ অর্ধ সাপ্তাহিক ম্যাগাজিন।
১৭.২০০৬ সালে বিবিসির শ্রোতা জরিপে সর্বশ্রেষ্ঠ বাংলা গান নির্বাচিত হয়েছে কোন গানটি?
-বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
১৮.বিবিসি কোন গানটিকে সেরা গানের মর্যাদা দিয়েছে?
-মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    510 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]