Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5462
১.হাদিসে কুদসী কাকে বলে?
-হযরত মুহাম্মদ (সা) আল্লাহর নিকট থেকে কখনো জিব্রাইল (আ) এর মাধ্যমে জেনে, কখনো সরাসরি ওহী কিংবা ইলহাম বা স্বপ্নযোগে জ্ঞাত হয়ে যে হাদিস বর্ণনা করেন তাকে হাদিসে কুদসী বলে।
২.বোখারী শরীফে সংকলিত হাদিসের সংখ্যা কত?
-৭,২৭৫টি।
৩.মুসলিম শরীফে কতটি হাদিস সংকলিত হয়েছে?
-৪,০০০ টি হাদিস।
৪.সালাতে সূর ফাতিহা পাঠ করা ওয়াজিব না ফরয?
-ইমাম আবু হানিফার মতে ওয়াজিব এবং ইমাম শাফেয়ীর মতে ফরয।
৫.নামাযে উচ্চস্বরে আমিন বলা কী?
-নামাযে উচ্চস্বরে আমিন বলা উত্তম।
৬.পবিত্র কুরআন কত বছরে অবতীর্ণ হয়?
-পবিত্র কুরআন রাসুল (সা) এর নিকট সুদীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়েছে।
৭.কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে কোথায় সুরক্ষিত ছিল?
-লাওহে মাহফুজে।
৮.মাক্কী সূরার বৈশিষ্ট্য কী কী?
-মাক্কী সুরার বৈশিস্ট্যগুলো হলো:
ক.তাওহীদ
খ.রিসালাত
গ.আখিরাত
ঘ.বেহেশত-দোযখ সম্পর্কিত আলোচনা
৯.মাদানী সুরার বৈশিষ্ট্য কী কী?
-মাদানী সুরার বৈশিষ্ট্য হলো:
ক.মুমিনের জীবন গঠন
খ.আহকাম
গ.ইবাদত
ঘ.হালাল-হারাম
ঙ.সৎ চরিত্র ও সৎ স্বভাব গঠন
চ.ইসলামি রীতি-নীতি, আচার-ব্যবহার ইত্যাদি।
১০.রিওয়ায়িত এর পদ্ধতি কী?
-শুধু হাদিসের রাবি সম্পর্কে আলোচনা করা।
১১.দিরাইয়াত এর পদ্ধতি কী?
-হাদিসের মাকসাদ ও মাসওয়ালা সম্পর্কে আলোচনা করা।
১২.রাবির সত্তা গুণের দিক বিচারে সহীহ হাদিস কত প্রকার ও কী কী?
-চার প্রকার। যথা:
১.সহীহ লি যাতিহি
২.হাসান লি যাতিহি
৩.সহীহ লি গাইরিহি
৪.হাসান লি গাইরিহি
১৩.গিজরি কোন শতাব্দী হাদিস চর্চার স্বর্ণযুগ?
-হিজরি তৃতীয় শতাব্দী।
১৪.কার আমলে হাদিসকে গ্রন্থাবদ্ধ করার সরকারি নির্দেশ দেয়া হয়?
-হযরত উমর বিন আব্দুল আজিজ এর আমলে।
১৫.পুরুষের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে?
-হযরত আবু হুরাইরা (রা) ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    666 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1981 Views
    by bdchakriDesk
    0 Replies 
    410 Views
    by rajib
    0 Replies 
    409 Views
    by apple
    0 Replies 
    418 Views
    by shihab

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]