- Sun Jan 10, 2021 11:37 am#5441
১.কখন আমদানি শুল্ক হ্রাস করা হয়?
-অগ্রাধিকার ভিত্তিতে যেসব পণ্য আমদানি করার প্রয়োজন পড়ে সেসব ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস করা হয়।
২.প্রাতিষ্ঠানিক অর্থনীতি বলতে কী বোঝায়?
-প্রাতষ্ঠানিক বা সমন্বিত অর্থনীতি হলো অর্থনীতিতে বিভিন্ন গ্রুপের সমন্বিত ক্রিয়া এবং প্রতিষ্ঠান ও আইন কানুনের সাথে সশ্লিষ্ট ব্যবস্থার মধ্যস্থ কার্যক্রম।
৩.কাস্টমস বিভাগের প্রথম কর্মকর্তার পদবি কী?
-কমিশনার অব কাস্টমস।
৪.যুক্তরাষ্ট্র কবে পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রথা চালু করে?
-১৯৭৬ সালে।
৫.একজন বাংলাদেশি নাগরিক শুল্ক প্রদান করে বিদেশ থেকে কতটুকু সোনা আনতে পারে?
-২০০ গ্রাম।
৬.অবাধ বাণিজ্য কাকে বলে?
-আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয় না তখন তাকে অবাধ বাণিজ্য বলে।
৭.প্রতি বছর কবে আন্তর্জাতিক শুল্ক দিবস পালিত হয়?
-২৬ জানুয়ারি ।
৮.আন্তর্জাতিক বাণিজ্য চেম্বার কেন প্রতিষ্ঠিত হয়?
-আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে কথা বলার জন্য সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
৯.বাংলাদেশে কবে আবগারি শুল্ক আইন প্রচলিত হয়?
-২৪ ফেব্রুয়ারি ১৯৪৪ সালে।
১০.বাংলাদেশে কয়টি সংস্থা পিএসআই সার্টিফিকেট প্রদান করতে পারে?
-দেশের পাঁচটি সংস্থা পিএসআই সার্টিফিকেট প্রদান করতে পারে। এগুলো হলো:
১.ব্যুরো ভেরিটাস
২.কন্ট্রোল ইউনিয়ন
৩.ওভারসিস মার্চেন্ডাইজ ইন্সপেকশন কোম্পানি লিমিটেড
৪.এসজিএস
৫.ইসকেপ টেস্টিং সার্ভিসেস লিমিটেড।
১১.সরকারি আয়ের উৎসমূহ কী কী?
-সরকারি আয়ের উৎসসমূহ নিম্নরূপ:
১.আবগারি শুল্ক
২.আমদানি ও রপ্তানি শুল্ক
৩.আয়কর
৪.সম্পত্তি কর
৫.ভ্যাট
৬.ফি
৭.ভ্রমণ কর ইত্যাদি
১২.জাতীয় রাজস্ব বোর্ডের কাজ কী?
-জাতীয় রাজস্ব বোর্ডের কাজ হলো:
১.কর আদায়ের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি
২.বিভিন্ন খাতে কর ও শুল্কের হার নির্ধারণ
৩.করের নতুন খাত সৃষ্টি।
৪.শুল্ক ও কর সম্পর্কিত গবেষণা
-অগ্রাধিকার ভিত্তিতে যেসব পণ্য আমদানি করার প্রয়োজন পড়ে সেসব ক্ষেত্রে আমদানি শুল্ক হ্রাস করা হয়।
২.প্রাতিষ্ঠানিক অর্থনীতি বলতে কী বোঝায়?
-প্রাতষ্ঠানিক বা সমন্বিত অর্থনীতি হলো অর্থনীতিতে বিভিন্ন গ্রুপের সমন্বিত ক্রিয়া এবং প্রতিষ্ঠান ও আইন কানুনের সাথে সশ্লিষ্ট ব্যবস্থার মধ্যস্থ কার্যক্রম।
৩.কাস্টমস বিভাগের প্রথম কর্মকর্তার পদবি কী?
-কমিশনার অব কাস্টমস।
৪.যুক্তরাষ্ট্র কবে পণ্য আমদানিতে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার প্রথা চালু করে?
-১৯৭৬ সালে।
৫.একজন বাংলাদেশি নাগরিক শুল্ক প্রদান করে বিদেশ থেকে কতটুকু সোনা আনতে পারে?
-২০০ গ্রাম।
৬.অবাধ বাণিজ্য কাকে বলে?
-আন্তর্জাতিক বাণিজ্যে যখন কোনো প্রকার বিধি-নিষেধ আরোপ করা হয় না তখন তাকে অবাধ বাণিজ্য বলে।
৭.প্রতি বছর কবে আন্তর্জাতিক শুল্ক দিবস পালিত হয়?
-২৬ জানুয়ারি ।
৮.আন্তর্জাতিক বাণিজ্য চেম্বার কেন প্রতিষ্ঠিত হয়?
-আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষে কথা বলার জন্য সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
৯.বাংলাদেশে কবে আবগারি শুল্ক আইন প্রচলিত হয়?
-২৪ ফেব্রুয়ারি ১৯৪৪ সালে।
১০.বাংলাদেশে কয়টি সংস্থা পিএসআই সার্টিফিকেট প্রদান করতে পারে?
-দেশের পাঁচটি সংস্থা পিএসআই সার্টিফিকেট প্রদান করতে পারে। এগুলো হলো:
১.ব্যুরো ভেরিটাস
২.কন্ট্রোল ইউনিয়ন
৩.ওভারসিস মার্চেন্ডাইজ ইন্সপেকশন কোম্পানি লিমিটেড
৪.এসজিএস
৫.ইসকেপ টেস্টিং সার্ভিসেস লিমিটেড।
১১.সরকারি আয়ের উৎসমূহ কী কী?
-সরকারি আয়ের উৎসসমূহ নিম্নরূপ:
১.আবগারি শুল্ক
২.আমদানি ও রপ্তানি শুল্ক
৩.আয়কর
৪.সম্পত্তি কর
৫.ভ্যাট
৬.ফি
৭.ভ্রমণ কর ইত্যাদি
১২.জাতীয় রাজস্ব বোর্ডের কাজ কী?
-জাতীয় রাজস্ব বোর্ডের কাজ হলো:
১.কর আদায়ের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি
২.বিভিন্ন খাতে কর ও শুল্কের হার নির্ধারণ
৩.করের নতুন খাত সৃষ্টি।
৪.শুল্ক ও কর সম্পর্কিত গবেষণা