Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5437
১.সনদ অনুযায়ী হাদিস কত প্রকার?
-সনদ অনুযায়ী হাদিস চার প্রকার। যথা:
ক.মুতাওয়াতির হাদিস
খ.মাশহুর হাদিস
গ.আযীয হাদিস
ঘ.গরিব হাদিস
২.সনদ ও মতন কী?
-হাদিসের বর্ণনাকারীদের সূত্র পরম্পরাকে সনদ বলা হয় এবং হাদিসের মূল ভাষ্যকে মতন বলা হয়।
৩.সহীহ হাদিস কত প্রকার ও কী কী?
-সহীহ হাদিস দুই প্রকার। যথা:
ক.সহীহ লিযাতিহী ও
খ.সহীহ লিগায়রিহী
৪.সহীহ হাদিসের শর্ত কতটি?
-৫টি। যথা:
ক.সনদ মুত্তাসিল হওয়া
খ.বর্ণনাকারী পূর্ণ স্মরণশক্তিসম্পন্ন হওয়া
গ.বর্ণনাকারী ন্যায়পরায়ণ হওয়া
ঘ.হাদিসটি মুয়াল্লাল না হওয়া এবং
ঙ.হাদিসটি শায না হওয়া
৫.মশহুর হাদিস কত প্রকার?
-মশহুর হাদিস ছয় প্রকার। যথা:
১.হাদিসে মশহুর সহীহ
২.হাদিসে মশহুর হাসান
৩.হাদিসে মশহুর জয়ীফ
৪.হাদিসে মশহুর বাতিল
ঙ.হাদিসে মশহুর মুতাওয়াতির এবং
চ.ঐ হাদিস যা বর্ণনার সব স্তরে মশহুর হয়।
৬.বিষয়বস্তু হিসেবে হাদিস কত প্রকার?
-বিষয়বস্তু হিসেবে হাদিস তিন প্রকার। যথা:
ক.কাওলী
খ.ফেলী
গ.তাকরীরী
৭.কাওলী হাদিস কাকে বলে?
-যে হাদিসে মহানবি (স) এর নিজ বাণী বর্ণিত তাই হাদিসে কাওলী।
৮.সনদ হিসেবে হাদিস কত প্রকার ও কী কী?
-দু প্রকার। যথা:
১.মুত্তাসিল হাদিস ও
২.মুনকাতি হাদিস
৯.কী কী বিষয়ের ওপর ঈমান আনা আবশ্যক?
-প্রত্যেক মুসলমানের কিছু বিষয়ের ওপর ঈমান আনা অবশ্য কর্তব্য। সেগুলো হলো –
ক.আল্লাহর অস্তিত্বে
খ.ফেরেশতাদের ওপর
গ.ঐশী গ্রন্থসমূহের ওপর
ঘ.নবী-রাসূলগণের ওপর
ঙ.কিয়ামতের ওপর
চ.তাকদীরের ওপর এবং
ছ.মৃত্যুর পর পুনরুত্থান ।
১৩.ইসলামের চর খলিফার খিলাফতকাল কত বছর ছিল?
-মোট ৩০ বছর। যথা:
১.হযরত আবু বকর (রা) এর খিলাফতকাল=২ বছর
খ.হয়রত ওমর (রা) এর খিলাফতকাল =১০ বছর
গ.হযরত ওসমান (রা) এর খিলাফতকাল =১২ বছর
ঘ.হযরত আলী (রা) এর খিলাফতকাল=৬ বছর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    568 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    1500 Views
    by shohag
    0 Replies 
    1514 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2124 Views
    by tamim

    Power Grid Bangladesh PLC, entrusted with the resp[…]

    ১.অ্যালটিমিটার –উচ্চতা পরিমাপক যন্ত্র। ২. উদ[…]

    ১. ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হব?-৪৩/৯০[…]

    ১.অপলাপ শব্দের অর্থ-অস্বীকার । ২.বাক্যের ক্ষুদ্রতম[…]