Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5423
১.দেশের ১২ তম আঞ্চলিক বেতার কেন্দ্র কোনটি?
-কুমিল্লা।
২.বাংলাদেশ টেলিভিশনে রঙিন অনুষ্ঠান কখন চালু হয়?
-১ ডিসেম্বর ১৯৮০।
৩.কম্পিউটার কী?
-কম্পিউটার হলো গণনাকারী যন্ত্র।
৪.কম্পিউটার কিভাবে কাজ করে?
-কম্পিউটারের কার্যপদ্ধতি নিম্নরূপ:-
১.সফটওয়্যার বা নির্দেশনার সাহায্যে কার্যক্রম পরিচালনা করে।
২.বিভিন্ন রকম ইনপুট ডিভাইসের মাধ্যমে ডাটা গ্রহণ করে।
৩.গৃহীত ডাটা সিপিইউ এর মাধ্যমে প্রসেস করে আউটপুট বা ফলাফল প্রদান করে।
৫.ইন্টারনেট ব্যবহারে কী কী প্রয়োজন?
-ইন্টারনেট ব্যবহারে প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
১.কম্পিউটার
২.মডেল
৩.টেলিফোন
৪.লাইন
৫.ইন্টারনেট সংযোগ
৬.সফটওয়্যার ।
৬.ইন্টারনেটের সাহায্যে কী কী গুরুত্বপূর্ণ কাজ করা যায়?
-ইন্টারনেটের সাহায্যে –
১.অনলাইন ডেটাবেস হতে যে কোনো প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।
২.পৃথিবীর যে কোনো প্রান্তে স্বল্পতম সময়ে ই-মেইল করা যায়।
৩.গবেষণামূলক কাজ করা যায়।
৪.বিনা খরচে সফটওয়্যার ডাউনলোড করা যায়।
৫.ব্যবসা বাণিজ্য করা যায়।
৭.এন্টিভাইরাস কী?
-এন্টিভাইরাস হলো একটি প্রোগ্রাম যা কম্পিউটার ভাইরাস চিহ্নিত ও দূরীভূত করে।
৮.তথ্যপ্রযুক্তির কোন খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় হয়?
-গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান ও উত্তর বক্তারপুর গ্রাম।
৯.ঢাকা পাইলট টেলিভিশন কত মাইল প্রচার ক্ষতা নিয়ে চালু হয়েছিল?
-১০ মাইল।
১০.কখন সিলেট উপগ্রহ ভূ-কেন্দ্র স্থাপন করে?
-১৯৯৭ সালে।
১১.আফগানিস্তানের সরকারি সংবাদ সংস্থার নাম কী?
-আফগান ইসলামিক প্রেস।
১২.ইন্টার ফ্যাক্স কী?
-রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা।
১৩.সওগাত পত্রিকার সম্পাদক কে?
-মোহাম্মদ নাসির উদ্দিন।
১৪.সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন কে?
-সিকানদার আবু জাফর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1539 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2519 Views
    by bdchakriDesk
    0 Replies 
    439 Views
    by apple
    0 Replies 
    781 Views
    by romen
    0 Replies 
    880 Views
    by romen

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]