Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5422
১.প্রাতিষ্ঠানিক অর্থনীতি বলতে কী বোঝায়?
-প্রাতিষ্ঠানিক বা সমন্বিত অর্থনীতি হলো অর্থনীতিতে বিভিন্ন গ্রুপের সমন্বিত ক্রিয়া এবং প্রতিষ্ঠান ও আইন কানুনের সাথে সংশ্লিষ্ট ব্যবস্থার মধ্যস্থ কার্যক্রম।
২.আন্তর্জাতিক কফি সংগঠন কী?
-এটি কফি আমদানিকারক ও রপ্তানিকারকদের প্রতিষ্ঠান।
৩.এটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৩ সালে।
৪.এর সদর দপ্তর কোথায়?
-লন্ডনে।
৫.এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-৪৯।
৬.আন্তর্জাতিক বেসরকারি বিমান পরিবহন সংস্থা কী?
-আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা নিরাপদ এবং কার্যকর বিমান পরিবহন নিশ্চিম করার জন্য প্রতিষ্ঠিত হয়।
৭.এটি কত সালে কার্যকর হয়?
-১৯৪৭ সালে।
৮.এর সদর দপ্তর কোথায়?
-কানাডার মন্ট্রিলে।
৯.পন্য আমাদানি পদ্ধতিগুলো কী কী?
-পন্য আমদানি পদ্ধতিগুলো হলো:
ক.আমদানি লাইসেন্স করতে হবে।
খ.এলসি ফরমের মাধ্যমে আমদানি।
গ.ঋণপত্রের মাধ্যমে আমদানি।
ঘ.সরাসরি বিদেশে মূল্য পরিশোধের মাধ্যমে আমদানি।
১০.বাংলাদেশে প্রযোজ্য শুল্ক আইন কি নামে অভিহিত?
-শুল্ক আইন, ১৯৬৯।
১১.বাংলাদেশে কতটি কাস্টমস হাউস আছে?
-৬টি।
১২.বাংলাদেশে কয়েকটি আমদানি নিষিদ্ধ পণ্যের নাম কী?
-হেরোইন, আফিম, টেন্ডোপাতা, জীবিত শুকর ও শুকরের পশম ইত্যাদি।
১৩.কাস্টমস অ্যান্ড এক্সাইড অ্যাপিলেট ট্রাইব্যুনাল কোন মন্ত্রণালয়ের অধীন?
-অর্থ মন্ত্রণালয়।
১৪.ডাম্পিং কাকে বলে?
-দেশীয় বাজারের চেয়ে কম মূল্যে বিদেশে পণ্যসামগ্রী বিক্রয় করাকে ডাম্পিং বলে।
১৫.পাবলিক ওয়্যার হাউস কী?
-কর আরোপযোগ্য কোনো পন্য যে স্থানে বিনা শুল্কে জমা রাখা হয় তাকে পাবলিক ওয়্যার হাউস বলে।
১৬.দেশে কতটি কাস্টমস অফিস রয়েছে?
-১৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    544 Views
    by bdchakriDesk
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]