Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5420
১.পাকিস্তানের প্রথম নারী লে. জেনারেল কে?
-নিগার জোহর খান।
২.পাকিস্তানের প্রথম মেট্রো ট্রেন উদ্বোধন করা হয় কবে?
-২৫ অক্টোবর ২০২০।
৩.পাকিস্তানে প্রথম মেট্রো লাইনের নাম কী?
-অরেঞ্জ লাইন ।
৪.অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য কত?
-২৭.১ কিমি।
৫.পাকিস্তানের পঞ্চম প্রদেশ কোনটি?
-গিলগিট-বালটিস্থান।
৬.বাসমতি চালের পেটেন্ট নিয়ে ২০২০ সালে কোন দুটি দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়?
-ভারত ও পাকিস্তান।
৭.সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করে কোন দেশ?
-পাকিস্তান।
৮.এশিয়ার কোন দেশের প্রসিডেন্ট ও প্রধানমন্ত্রী আপন দুই ভাই?
-শ্রীলংকা।
৯.শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
-গোতাবায়ে রাজাপাকসে।
১০.শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী কে?
-মাহিন্দা রাজাপাকসে।
১১.কিরগিজস্তানের কোন প্রেসিডেন্ট জন বিক্ষোভের মুখে পদত্যাগ করেন?
-সুরোনবাই জেনবেকোভ।
১২.দেশটির নতুন প্রেসিডেন্ট কে?
-সাদির জাপারভ।
১৩.৮ নভেম্বর ২০২০ জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে কার নাম ঘোষণা করা হয়?
-যুবরাজ আকিশিনো।
১৪.আকিশিনোর বড় ভাই নারুহিতো জাপানের সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কবে?
-১ মে ২০১৯।
১৫.২০৫০ সালের মধ্যে কোন দেশ কার্বন নিঃসরণ শূণ্যের কোঠায় নামিয়ে আনবে বলে ঘোষণা দেয়?
-জাপান।
১৬.ড. মাহাথির মোহাম্মদের রাজনৈতিক দলের নাম কী?
-পেজুয়াং।
১৭.মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৮ নভেম্বর ২০২০।
১৮.মিয়ানমারের আইনসভার মোচ আসন কতটি?
-৬৬৪টি।
১৯.কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী কে?
-ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।
২০.বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
-লুইস আর্ক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1873 Views
    by masum
    0 Replies 
    1149 Views
    by shanta
    0 Replies 
    2124 Views
    by tamim
    0 Replies 
    1736 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]