Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5416
৯২ তম অস্কার
১.৯২ তম অস্কার পুরস্কার প্রদান করা হয় কবে?
-১০ ফেব্রুয়ারি ২০২০।
২.সেরা চলচিত্র কোনটি?
-প্যারাসাইট।
৩.সেরা অভিনেতা কে?
-জোয়াকিন ফিনিক্স।
৪.সেরা অভিনেত্রী কে?
-রেনে জেলওয়েগার।
৫.সেরা পরিচালক কে?
-বং জুন হো।
৬.সেরা আন্তর্জাতিক চলচিত্র কোনটি?
-প্যারাসাইট।
৭.সেরা প্রামাণ্যচিত্র কোনটি?
-আমেরিকান ফ্যাক্টরি।
৮.সেরা স্বল্পদৈর্ঘ্য চলচিত্র কোনটি?
-দ্য নেইবারস উইন্ডো।
৯.সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র কোনটি?
-ক্যারল ডিসিঙ্গার।
১০.অস্কারের ৯২ বছরের ইতিহাসে কবে প্রথমবারের মতো কোনো ভিনদেশি ভাষায় নির্মিত চলচিত্র সেরা চলচিত্রের পুরস্কার লাভ করে?
-২০২০ সালে, প্যারাসাইট।

স্পেশাল কান চলচিত্র উৎসব
১.স্পেশাল কান চলচিত্র উৎসব অনুষ্ঠিত হয় কবে?
-২৭-২৯ অক্টোবর ২০২০।
২.কোথায় অনুষ্ঠিত হয়?
-কান, ফ্রান্স।
৩.স্পেশাল কান চলচিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচিত্রের পাম দ’র লাভ করে কোন চলচিত্র?
-I Am Afraid to forget your Face.

৭০ তম বার্লিন চলচিত্র উৎসব
১.৭০ তম বার্লিন চলচিত্র উৎসব ২০২০ কবে অনুষ্ঠিত হয়?
-২০ ফেব্রুয়ারি-১ মার্চ ২০২০।
২.৭০ তম বার্লিন চলচিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?
-বার্লিন, জার্মানি।
৩.স্বর্ণ ভাল্লক লাভ করে কোন চলচিত্র?
-দ্যায়ার ইস নো ইভিল।
৪.রৌপ্য ভাল্লুক লাভ করে কোন চলচিত্র?
-নেভার রেয়ারলি সামটাইমস অলওয়েস।
৫.সেরা অভিনেতা কে?
-এলিও জারমানো।
৬.সেরা অভিনেত্রী কে?
-পাউলা বিয়ার।
৭.সেরা পরিচালক কে?
-হং সাং সু।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2423 Views
    by sajib
    0 Replies 
    2414 Views
    by rajib
    0 Replies 
    2009 Views
    by kajol
    0 Replies 
    1370 Views
    by shihab
    0 Replies 
    1744 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]