- Fri Jan 08, 2021 12:49 pm#5397
১.পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিশ্বে প্রথম প্রয়োগ করা হয় কোন ব্যক্তির ওপর?
-যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক মানবাধিকার কর্মী জেনিফার হলারের ওপর।
২.যুক্তরাষ্ট্রে কত তারিখে থেকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়?
-১৬ মার্চ ২০২০।
৩.অ্যান্টিবডি কী?
-দেহে বহিরাগত পদার্থের বিরূদ্ধে কাজ করা প্রতিরক্ষামূলক প্রোটিন জাতীয় পদার্থ হলো অ্যান্টিবডি।
৪.পালস অক্সিমিটার কী?
-হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র হলো পালস অক্সিমিটার।
৫.একজন ব্যক্তির দেহে অক্সিজেনের সম্পৃক্ততা ৯২% এর নিচে হলে তাকে কী বলে?
-অক্সিজেন স্বল্পতা বা হাইপোক্সিয়া।
৬.করোনাভাইরাসে কত প্রকার প্রটিন আছে?
-তিন প্রকার।
৭.বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের হারবাল ঔষধ পরীক্ষার প্রটোকলের অনুমোদন দেয় কোন দেশকে?
-মাদাগাস্কার।
৮.একটি টিকা আবিষ্কার হওয়ার পর কয়টি ধাপে পরিক্ষীত হয়?
-তিনটি।
৯.রাশিয়ার তৈররি প্রথম করোনা টিকার নাম কী?
-স্পুটনিক-ভি।
১০.বিশ্বের কোন দেশ প্রথম করোনাভাইরাসের টিকার হিউম্যান ট্রয়ালে সাফল্যের ঘোষণা দেয়?
-রাশিয়া।
১১.করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় কোন দেশ?
-রাশিয়া।
১২.বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় কত সালে?
-৮ মার্চ ২০২০।
১৩.বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম মারা যায় কবে?
-১৮ মার্চ ২০২০।
১৪.বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রমক ব্যাধি কতটি?
-২৪টি।
১৫.বাংলাদেশের কোন প্রতিষ্ঠান করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে?
-গ্লোব ফার্মাসিউটিকেলস এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
১৬.গ্লোব বায়োটেকের টিকা আবিষ্কারের নেতৃত্ব দেন কে?
-ড. কামাল নাগ ও ড.নাজনীন সুলতানা।
১৭.করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে টিকা তৈরিতে বাংলাদেশের অবস্থান কততম?
-১১ তম।
করোনা প্রতিরোধের ব্যবস্থা
১.প্রতিবার ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন
২.ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন
৩.হাচি বা কাশির সময় টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় ব্যবহার করুন
৪.ব্যবহৃত টিস্যুটি তাৎক্ষনিকভাবে বদ্ধ ঝুড়িতে ফেলুন
৫.অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন
-যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক মানবাধিকার কর্মী জেনিফার হলারের ওপর।
২.যুক্তরাষ্ট্রে কত তারিখে থেকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়?
-১৬ মার্চ ২০২০।
৩.অ্যান্টিবডি কী?
-দেহে বহিরাগত পদার্থের বিরূদ্ধে কাজ করা প্রতিরক্ষামূলক প্রোটিন জাতীয় পদার্থ হলো অ্যান্টিবডি।
৪.পালস অক্সিমিটার কী?
-হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র হলো পালস অক্সিমিটার।
৫.একজন ব্যক্তির দেহে অক্সিজেনের সম্পৃক্ততা ৯২% এর নিচে হলে তাকে কী বলে?
-অক্সিজেন স্বল্পতা বা হাইপোক্সিয়া।
৬.করোনাভাইরাসে কত প্রকার প্রটিন আছে?
-তিন প্রকার।
৭.বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের হারবাল ঔষধ পরীক্ষার প্রটোকলের অনুমোদন দেয় কোন দেশকে?
-মাদাগাস্কার।
৮.একটি টিকা আবিষ্কার হওয়ার পর কয়টি ধাপে পরিক্ষীত হয়?
-তিনটি।
৯.রাশিয়ার তৈররি প্রথম করোনা টিকার নাম কী?
-স্পুটনিক-ভি।
১০.বিশ্বের কোন দেশ প্রথম করোনাভাইরাসের টিকার হিউম্যান ট্রয়ালে সাফল্যের ঘোষণা দেয়?
-রাশিয়া।
১১.করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় কোন দেশ?
-রাশিয়া।
১২.বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয় কত সালে?
-৮ মার্চ ২০২০।
১৩.বাংলাদেশে কোভিড ১৯ আক্রান্ত রোগী প্রথম মারা যায় কবে?
-১৮ মার্চ ২০২০।
১৪.বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রমক ব্যাধি কতটি?
-২৪টি।
১৫.বাংলাদেশের কোন প্রতিষ্ঠান করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে?
-গ্লোব ফার্মাসিউটিকেলস এর সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
১৬.গ্লোব বায়োটেকের টিকা আবিষ্কারের নেতৃত্ব দেন কে?
-ড. কামাল নাগ ও ড.নাজনীন সুলতানা।
১৭.করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বে টিকা তৈরিতে বাংলাদেশের অবস্থান কততম?
-১১ তম।
করোনা প্রতিরোধের ব্যবস্থা
১.প্রতিবার ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন
২.ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন
৩.হাচি বা কাশির সময় টিস্যু পেপার বা পরিষ্কার কাপড় ব্যবহার করুন
৪.ব্যবহৃত টিস্যুটি তাৎক্ষনিকভাবে বদ্ধ ঝুড়িতে ফেলুন
৫.অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন