Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5395
ওশেনিয়া
১.ক্রাইস্টচার্চ হামলার ঐতিহাসিক রায় কবে প্রদান করা হয়?
-২৭ আগস্ট ২০২০।
২.এ হামলায় কী রায় প্রদান করা হয়?
-প্যারোলবিহীন আমৃত্যু কারাদন্ড।
৩.এ হামলার আসামী কে?
-অস্ট্রেলিয়ান নাগরিক ব্রান্টেন টারেন্ট।
৪.কবে এ হামলা সংগঠিত হয়?
-১৫ মার্চ ২০১৯।
৫.হামলায় নিহত ৫১ জনের মধ্যে কত জন বাংলাদেশি ছিল?
-পাঁচ জন।
৬.প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অধীনস্ত?
-ফ্রান্সের।
৭.দুই দেশে আরএএ প্রতিরক্ষা চুক্তিতে সম্মত হয়?
-১৭ নভেম্বর ২০২০।
ক্যালিডোনিয়া
৮.২০২০ সালের কবে ক্যালিডোনিয়ায় স্বাধীনতা প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়?
-৪ অক্টোবর।
৯.কে নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন?
-ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক।
১০.কত সালে ক্যালিডোনিয়া আবিষ্কার হয়?
-৪ সেপ্টেম্বর ১৭৭৪।
১১.কে নিউ ক্যালিডোনিয়াকে ফরাসি উপনিবেশ করেন?
-সম্রাট তৃতীয় নেপোলিয়ন।
১২.কত সালে নিউ ক্যালিডোনিয়াকে ফরাসি উপনিবেশ করা হয়?
-২৪ সেপ্টেম্বর ১৮৫৩।
১৩.ফ্রান্স কবে নিউ ক্যালিডোনিয়ায় স্বায়ত্তশাসন প্রদান করে?
-২৩ নভেম্বর ১৯৮৪ সালে।
১৪.স্বাধীনতা স্বপ্নে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে?
-১৩ সেপ্টেম্বর ১৯৮৭।
১৫.নিউ ক্যালিডেনিয়ার রাজধানীর নাম কী?
-ন্যুমিয়া।
১৬.দাপ্তরিক ভাষা কী?
-ফ্রেঞ্চ।
১৭.আইনসভার নাম কী?
-কংগ্রেস অব নিউ ক্যালিডোনিয়া।
১৮.আয়তন কত?
-১৮.৫৭৬ বর্গ কিলোমিটার।
১৯.মুদ্রার নাম কী?
-ফ্রাংক।
২০.প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা হয় কবে?
-২৮ মে ১৯৯৯ সালে ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1872 Views
    by masum
    0 Replies 
    1147 Views
    by shanta
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]