Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5390
১.ভারতে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার উদ্বোধন করা হয় কবে?
-২ সেপ্টেম্বর ২০১৯ সালে।
২.বাংলাদেশের প্রথম ২৪ ঘন্টার এফএম রেডিওর নাম কী?
-রেডিও টুডে।
৩.ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে?
-ইমানুয়েল ম্যাক্রোঁ।
৪.আইএমএফ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
-নাউরু।
৫.প্রথম টিভি ভবন কোথায় স্থাপিত হয়?
-তৎকালীন ঢাকার সবচেয়ে উচু ডিআইটি ভবন অর্থাৎ রাজউক ভবনে।
৬.রামপুরা টিভি ভবনের নকশা কে প্রস্তুত করেন?
-সুইডিশ স্থপতি প্রফেসর পিটার সেলসিং এবং বাংলাদেশের মাহবুবুল হক।
৭.রামপুরা টিভি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন কে করেন?
-তৎকালীন প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম।
৮.দেশের পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র দুটি কোথায় অবস্থিত?
-ঢাকা ও চট্টগ্রাম।
৯.বাংলাদেশে বেসরকারি টিভি রেডিও চ্যানেল পর্যবেক্ষণের জন্য গঠিত কমিটির নাম কী?
-জাতীয় রেগুলেটরি কমিটি।
১০.তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদকে কী বলে?
-প্রধান তথ্য অফিসার।
১১.বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় কবে?
-১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
১২.বাংলাদেশ বেতারকেন্দ্রে প্রচারিত প্রথম নাটকের নাম কী?
-বুদ্ধদেব বসুর কাঠ ঠোকরা।
১৩.বাংলাদেশ চলচিত্র সেন্সর বোর্ডের প্রধান কর্মকর্তার পদ কী?
-ভাইস চেয়ারম্যান, তিনি উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা।
১৪.জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৮০ সালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
১৫.বাংলাদেশ বেতার কখন স্থাপন করা হয়?
-১৬ ডিসেম্বর ১৯৩৯।
১৬.প্রথম টিভি ভবন কোথায় ছিল?
-ডিআইট তথা বর্তমান রাজউক ভবনে।
১৭.বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায়?
-আগারগাও, ঢাকা।
১৮.কখন থেবে বাংলাদেশ বেতার মধ্য রাত্রিকালীন অধিবেশন নিশুতি সম্প্রচার করে?
-১৫ অক্টোবর ১৯৯২।
১৯.বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পী কে?
-ফেরদৌসি রহমান।
২০.বাংলাদেশে কতটি উপগ্রহ ভূ-কেন্দ্র রয়েছে?
-৪টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1296 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2112 Views
    by bdchakriDesk
    0 Replies 
    19 Views
    by apple
    0 Replies 
    13 Views
    by rafique
    0 Replies 
    13 Views
    by masum

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]