Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5366
১.২৩ জুলাই ২০২০ ECOSOC এর ৭৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-মুনির আকরাম।
২.প্রতিবছর ECOSOC এর কত সদস্যের মেয়াদ শেষ হয়?
-এক-তৃতীয়াংশ।
৩.১৭ জুন ২০২০ ECOSOC এর সদস্য নির্বাচিত হয় কতটি দেশ?
-১৮টি দেশ।
৪.অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর অধিবেশন বছরে কতবার অনুষ্ঠিত হয়?
-দুবার।
৫. ECOSOC এর অধিবেশন দুটি কোথায় বসে?
-একটি জেনেভায় অপরটি নিউইয়র্কে।
৬. ECOSOC এর সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?
-তিন বছরের জন্য।
৭. ECOSOC এর সদস্য কতটি?
-৫৪টি।
৮. ECOSOC এর প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-১ বছর।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল
১.১৩ অক্টোবর ২০২০ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ২০২১-২৩ মেয়াদের জন্য কতটি দেশ নির্বাচিত হয়?
-১৫টি।
২.মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে কবে?
-১৫ মার্চ ২০০৬।
৩.মানবাধিকার কাউন্সিলের বর্তমান সদস্য দেশ কতটি?
-৪৭টি।
৪.মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা লাভ করে কবে?
-১৫ ডিসেম্বর ২০০৬।
৫.মানবাধিকার কাউন্সিলের বর্তমান সদস্য দেশ কতটি?
-৪৭টি।
৬.মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা লাভ করে কবে?
-১০ ডিসেম্বর ১৯৪৬।
৭.জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর কোথায়?
-জেনেভা, সুইজারল্যান্ড।
৮.প্রতিবছর মানবাধিকার কাউন্সিলের কত সদস্যের মেয়াদ শেষ হয়?
-এক-তৃতীয়াংশ ।
৯.নিরাপত্তা পরিষদের কতটি অস্থায়ী সদস্য প্রতিবছর নির্বাচিত হয়?
-৫টি।
১০.সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে?
-১০ জানুয়ারি ১৯৪৬ সালে।
১১.সাধারণ পরিষদের প্রধানকে কী বলে?
-সভাপতি।

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]