Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5365
১.আগস্ট ২০২০ কোন পণ্যে শুল্ক আরোপকে কেন্দ্র করে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুক্ত শুরু হয়?
-অ্যালুমিনিয়াম।
২.যুক্তরাষ্ট্র-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১০ সেপ্টেম্বর ২০২০।
৩.মার্কিন সুপ্রিমকোর্ট মোট কতজন বিচারপতি থাকেন?
-৯ জন।
৪.মার্কিন সুপ্রিমকোর্টের বিচারপতির মেয়াদকাল কত?
-সাধারণত আজীবন বা যতদিন স্বেচ্ছায় অবসর না নেন, ততদিন দায়িত্ব পালন করেন।
৫.মার্কিন সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতি কে?
-সান্দ্রা দে ও’কনর।
৬.মার্কিন সুপ্রিমকোর্টের তৃতীয় নারী বিচারপতি কে?
-অ্যামি কোনি ব্যারেট।
৭.২০২০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয়?
-যুক্তরাষ্ট্র।
৮.হু থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদ ঘটবে কখন?
-৬ জুলাই ২০২১।
৯.পঙ্গপাল কোন অঞ্চল থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে?
-হর্ন অব আফ্রিকা।
১০.লুয়ান্ডা কেলেঙ্কারিতে ফেসে যাওয়া দুর্নীতির রাজকন্যা হিসেবে খ্যাত কে?
-ইসাবেল দোস সান্তোস।
১১.ইসাবেল দোস সান্তোসের পরিচয় কী?
-তিনি অ্যাঙ্গোলোর সাবেক প্রেসিডেন্ট এডুয়ার্ডো দোস সান্তোসে জ্যেষ্ঠ কন্যা।
১২.আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
-নাইজেরিয়া।
১৩.২০১৯ সালে আবিষ্কৃত হওয়া আকসুম সভ্যতা কোন দেশে ছিল?
-ইথিওপিয়া।
১৪.পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কবে সেনা অভ্যুত্থান হয়?
-১৮ আগস্ট ২০২০।
১৫.সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট কেইটা ১৯ আগস্ট ২০২০ পদত্যাগ করেন কেন?
-রক্তপাত এড়াতে।
১৬.সুদানের অস্থায়ী সরকার ও দেশটির প্রধান তিন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৩ অক্টোবর ২০২০।
১৭.কোন দেশের মধ্যস্থদায় ১৭ বছর ধরে চলা সংঘাত অবসানের চুক্তিটি হয়?
-দক্ষিণ সুদান।
১৮.চুক্তিটি কোথায় স্বাক্ষরিত হয়?
-দক্ষিণ সুদানের রাজধানী জুবায়।
১৯.ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম কী?
-জমজম ব্যাংক।
২০.কার মধ্যস্থতায় লিবিয়ান দুই বিরোধী পক্ষ স্থায়ী যুদ্ধ বিরতিতে যায়?
-জাতিসংঘের বিশেষ দূত স্টেফানি তুর্কো উইলিয়ামস।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    507 Views
    by masum
    0 Replies 
    146 Views
    by shanta
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    156 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]