Let's Discuss!

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5360
১.২০২০ সালে প্রথমবারের মতো গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের সভাপতির দায়িত্ব লাভ করে কোন দেশ?
-বাংলাদেশ।
২.সেঁজুতি সাহা তার বাবার সাথে কত তারিখে করোনার জিন-নকশা উন্মোচন করেন?
-মে ২০২০।
৩.দেয়ারওয়ার্ল্ড এর গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর কে মনোনীত হন?
-শিক্ষক ও গবেষক সরোজ মেহেদী।
৪.দেয়ারওয়ার্ল্ডে এর কাজ কী?
-বিশ্বব্যাপী শিক্ষাবিষয়ক সমস্যা ও সমাধান নিয়ে কাজ করা।
৫.সেলিনা আহাদ কত সময়ের জন্য ওয়াইফাই লিডারশিপ চ্যাম্পিয়ন থাকবেন?
-জুন ২০২০-মে ২০২২ পর্যন্ত।
৬.২০২০ সালে বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা কোন দেশের কোন বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পান?
-গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মনুস্কো বিমানবন্দর।
৭.বাংলাদেশ-সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৩১ আগস্ট ২০২০।
৮.বাংলাদেশ-ডোমিনিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-২৪ নভেম্বর ২০২০।
৯.যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের নাম কী?
-মোহাম্মদ জিয়া উদ্দিন।
১০.জাতিসংঘের ১৯৩ টি দেশের মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশন বা দূতাবাস রয়েছে কতটি দেশে?
-৫৮টি।
১১.বিশ্বে বাংলাদেশের মোট কতটি মিশন রয়েছে?
-৭৭টি।
১২.বৈশ্বিক অভিযোজন কেন্দ্র এর ঢাকায় স্থাপিত আঞ্চলিক কেন্দ্র কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
-৮ সেপ্টেম্বর ২০২০।
১৩.দক্ষিণ এশিয়ার প্রথম কোথায় GCA এর আঞ্চলিক কেন্দ্র খোলা হয়?
-ঢাকা, বাংলাদেশ।
১৪. GCA এর আঞ্চলিক কেন্দ্র ঢাকার কোথায় অবস্থিত?
-ঢাকার আগারগাওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে।
১৫. GCA এর আঞ্চলিক কেন্দ্র কোথায় অবস্থিত?
-চীনের বেইজিংয়ে।
১৬.সিএমজি এর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে কে?
-পররাষ্ট্রমন্ত্রী ড. একে এম আব্দুল মোমেন।
১৭.২০২০ সালে বাংলাদেশের কোন খেলোয়ার বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হয়?
-তামিম ইকবাল।
১৮.ডায়না অ্যাওয়ার্ড ২০২০ প্রতিযোগীতায় বাংলাদেশের কতজন তরুন নির্বাচিত হয়?
-৬ জন।
১৯.২০২০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদ্মভূষণ লাভ করেন কে?
-কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী।
২০. GCA এর পূর্ণরূপ কী?
-Global Centre on Adaptation.

    বর্তমান বিশ্বে আলোচিত বিষয়ের নাম করোনা ভ্যাক্সিন […]

    বিশ্বের প্রথম উড়ন্ত রেস কার সম্প্রতি বিশ্বের প্র[…]

    প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন ২০১৫ সালের […]

    ৬. ‘সুয়োমোটো’ রুল কী? উ: আদালত স্বপ্র[…]