- Wed Jan 06, 2021 11:01 am#5346
১.কার সম্মতি দানের মাধ্যমে ব্রেক্সিট বিলটি আইনে পরিণত হয়?
-রানি দ্বিতীয় এলিজাবেথ।
২.ব্রেক্সিট চুক্তি আনুষ্ঠানিকভাবে কবে স্বাক্ষরিত হয়?
-২৪ জানুয়ারি ২০২০।
৩.রানি কবে সম্মতি দান করেন?
-২৩ জানুয়ারি ২০২০।
৪.যুক্তরাজ্যের পক্ষ্যে এ চুক্তিতে স্বাক্ষর করেন কে?
-প্রধানমন্ত্রী বরিস জনসন।
৫.২০২০ সালের ১১ মাসের অন্তবর্তীকালীন সময়ে দেনা-পাওনা মেটাতে যুক্তরাজ্য ইইউ কে কত টাকা পাউন্ড প্রদান করবে?
-৩৩ বিলিয়ন পাউন্ড।
৬.ইউরোপীয় পার্লামেন্টে যুক্তরাজ্যের কতজন সদস্য ছিলেন?
-৭৩ জন।
৭.২০২০ সালে ব্রিটিশ রাজ পরিবারের দায়িত্ব ও উপাধি ত্যাগ করেন কে কে?
-প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
৮.কোন দেশটি পুনরায় ফিরে আসায় কমনওয়েলথ এর সদস্য সংখ্যা ৫৪ তে দাড়ায়?
-মালদ্বীপ।
৯.যুক্তরাজ্য-জাপান বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১১ সেপ্টেম্বর ২০২০।
১০.যুক্তরাজ্যের ঘোষিত সবুজ শিল্পবিপ্লবের জন্য কত সালের মধ্যে ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ হবে?
-২০৩০ সাল।
১১.কোন দেশ সবুজ শিল্প বিপ্লবের জন্য ১০টি দফা ঘোষণা করেছে?
-যুক্তরাজ্য।
১২.ব্রিটিশ লেবার পার্টির নতুন নেতা কে?
-স্যার কেইর স্টারমার।
১৩.স্যার কেইর স্টারমার কার স্থলাভিষিক্ত হন?
-জেরেমি করবিন।
যুক্তরাষ্ট্র
১.যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ট ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষে কততম প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হন?
-তৃতীয়।
২.তিনি কবে অভিশংসিত হন?
-১৮ ডিসেম্বর ২০১৯।
৩.ডোনাল্ট ট্রাম্প ভারতে অবস্থিত বিশ্বের বৃহত্তম কোন ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন?
-সরদার প্যাটেল স্টেডিয়াম।
৪.প্রথমবারের মতো কোন কৃষ্ণাঙ্গকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান করা হয়?
-জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র।
৫.প্রথমবারের মতো নাসার মনুষ্যবাহী মহাকাশযান পরিচালনার নেতৃত্ব দেবেন কোন নারী?
-ক্যাথি লুয়েডার্স।
৬.জর্জ ফ্লয়েড যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য হত্যাকান্ডের শিকার হন?
-মিনেসোটার মিনিয়াপোলিস শহরে।
৭.২০২০ সালে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের পতাকা থেকে বর্ণবাদী প্রতীক অপসারণ করা হয়?
-মিসিসিপি।
-রানি দ্বিতীয় এলিজাবেথ।
২.ব্রেক্সিট চুক্তি আনুষ্ঠানিকভাবে কবে স্বাক্ষরিত হয়?
-২৪ জানুয়ারি ২০২০।
৩.রানি কবে সম্মতি দান করেন?
-২৩ জানুয়ারি ২০২০।
৪.যুক্তরাজ্যের পক্ষ্যে এ চুক্তিতে স্বাক্ষর করেন কে?
-প্রধানমন্ত্রী বরিস জনসন।
৫.২০২০ সালের ১১ মাসের অন্তবর্তীকালীন সময়ে দেনা-পাওনা মেটাতে যুক্তরাজ্য ইইউ কে কত টাকা পাউন্ড প্রদান করবে?
-৩৩ বিলিয়ন পাউন্ড।
৬.ইউরোপীয় পার্লামেন্টে যুক্তরাজ্যের কতজন সদস্য ছিলেন?
-৭৩ জন।
৭.২০২০ সালে ব্রিটিশ রাজ পরিবারের দায়িত্ব ও উপাধি ত্যাগ করেন কে কে?
-প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।
৮.কোন দেশটি পুনরায় ফিরে আসায় কমনওয়েলথ এর সদস্য সংখ্যা ৫৪ তে দাড়ায়?
-মালদ্বীপ।
৯.যুক্তরাজ্য-জাপান বাণিজ্য চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১১ সেপ্টেম্বর ২০২০।
১০.যুক্তরাজ্যের ঘোষিত সবুজ শিল্পবিপ্লবের জন্য কত সালের মধ্যে ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি বিক্রি নিষিদ্ধ হবে?
-২০৩০ সাল।
১১.কোন দেশ সবুজ শিল্প বিপ্লবের জন্য ১০টি দফা ঘোষণা করেছে?
-যুক্তরাজ্য।
১২.ব্রিটিশ লেবার পার্টির নতুন নেতা কে?
-স্যার কেইর স্টারমার।
১৩.স্যার কেইর স্টারমার কার স্থলাভিষিক্ত হন?
-জেরেমি করবিন।
যুক্তরাষ্ট্র
১.যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ট ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষে কততম প্রেসিডেন্ট হিসেবে অভিশংসিত হন?
-তৃতীয়।
২.তিনি কবে অভিশংসিত হন?
-১৮ ডিসেম্বর ২০১৯।
৩.ডোনাল্ট ট্রাম্প ভারতে অবস্থিত বিশ্বের বৃহত্তম কোন ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন?
-সরদার প্যাটেল স্টেডিয়াম।
৪.প্রথমবারের মতো কোন কৃষ্ণাঙ্গকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান করা হয়?
-জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র।
৫.প্রথমবারের মতো নাসার মনুষ্যবাহী মহাকাশযান পরিচালনার নেতৃত্ব দেবেন কোন নারী?
-ক্যাথি লুয়েডার্স।
৬.জর্জ ফ্লয়েড যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য হত্যাকান্ডের শিকার হন?
-মিনেসোটার মিনিয়াপোলিস শহরে।
৭.২০২০ সালে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের পতাকা থেকে বর্ণবাদী প্রতীক অপসারণ করা হয়?
-মিসিসিপি।