Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5329
১.ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত?
-তুরস্ক।
২.আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে?
-১০ জুলাই ২০২০
৩.বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে?
-১ জুলাই ২০২০।
৪.১ আগস্ট ২০২০ আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করে কোন দেশ?
-সংযুক্ত আরব আমিরাত।
৫.আমিরাত-ইসরাইল-বাহরাইন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৫ সেপ্টেম্বর ২০২০।
৬.১৫ সেপ্টেম্বর ২০২০ কোন দুটি আরব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়?
-আমিরাত ও বাহরাইন।
৭.২৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত মোট কতটি আরব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়?
-৪টি।
৮.চতুর্থ আরব দেশ হিসেবে কোন দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়?
-বাহরাইন।
৯.প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চল নিউ ক্যালিডোনিয়া কোন দেশের অন্তর্ভুক্ত?
-ফ্রান্স।
১০.অ্যান্থনি ফাউসি কোন দেশের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ?
-যুক্তরাষ্ট্র।
১১.ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয় কবে?
-১০ জানুয়ারি ২০২০।
১২.আজারবাইজান-আর্মেনিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৯ নভেম্বর ২০২০।
১৩.ভারতের জন্মু ও কাশ্মীরে নতুন ভূমিস্বত্ব আইন চালু করা হয় কবে?
-২৬ অক্টোবর ২০২০।
১৪.৫৯ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
-৩ নভেম্বর ২০২০।
১৫.নির্বাচনে ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-জো বাইডেন।
১৬.যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হন কে?
-কমলা হ্যারিস।
১৭.নতুন মার্কিন ফার্স্ট লেডির নাম কী?
-জিল বাইডেন।
১৮.কুয়েতের বর্তমান আমির কে?
-শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ
১৯.ওমানের বর্তমান সুলতানের নাম কী?
-হাইতাম বিন তারিক আল-সাইদ
২০.বর্তমানে বিশ্বের সর্বকণিষ্ঠ সরকারপ্রধান কে?
-সেবাস্তিয়ান কুর্জ।
২১.১৩ মার্চ ২০২০ গ্রিসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
-ক্যাটেরিনা সাকেলারোপাওলো
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    80 Views
    by shahan
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    108 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]