- Tue Jan 05, 2021 11:12 am#5324
১.২০ জুলাই ২০২০ জাপানের রকেটে করে সংযুক্ত আরব আমিরাত কোন মহাকাশযান উৎক্ষেপণ করে?
-Al Amal.
২. Al Amal মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়?
-মঙ্গলগ্রহ।
৩.কোন রকেটে করে Al Amal উৎক্ষেপণ করা হয়?
-H-IIA (H-2A) ।
৪.আরবি শব্দ Al Amal এর ইংরেজি অর্থ কী?
-Hope.
৫.২৩ জুলাই ২০২০ চীন হাইনান দ্বীপ থেকে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে?
-Tianwen-1.
৬. Tianwen-1 মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়?
-মঙ্গলগ্রহ।
৭.কোর রকেটে Tianwen-1 উৎক্ষেপণ করা হয়?
-Long March 5.
৮.চীনের এবারের মঙ্গলাভিযানের নামকরণ করা হয়েছে কী ভাবে?
-চীনের প্রাচীন কবি ক্যু ইউয়ান রচিত Tianwen কবিতা অনুসারে।
৯.৩০ জুলাই ২০২০ মার্কিন মহাকাশ সংস্থা নাসা ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে?
-Perseverance.
১০. Perseverance মহকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়?
-মঙ্গলগ্রহ।
১১.অ্যাটলাস রকেট সিরিজের কোন রকেটে করে Perseverance উৎক্ষেপণ করা হয়?
-Atlas-V-541.
১২.এ পর্যন্ত কতটি দেশ ও সংস্থা মঙ্গলগ্রহে সফল অভিযান পরিচালনা করেছে?
-যুক্তরাষ্ট্র, ইউরোপীয় স্পেস এজেন্সি, রাশিয়া এবং ভারত।
১৩.সংযুক্ত আরব আমিরাত রাশিয়া থেকে তাদের তৃতীয় উপগ্রহ মেজনস্যাট উৎক্ষেপণ করে কবে?
-২৮ সেপ্টেম্বর ২০২০।
১৪.কোন বিষয়ে গবেষণার জন্য মেজনস্যাট উৎক্ষেপণ করা হয়?
-আরব আমিরাতের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বিশেষত কার্বন ডাই অক্সাইড ও মিথেন শণাক্ত করা ও গবেষণার জন্য।
১৫.সংযুক্ত আরব আমিরাত প্রথম উপগ্রহ নায়েফ-১ উৎক্ষেপণ করে কবে?
-১৫ ফেব্রুয়ারি ২০১৭।
১৬.নারী নভোচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়েছেন কে?
-ক্রিস্টিনা কাচ।
১৭.বিশ্বের প্রথম সোলো বা সৌর অরবিটাল উৎক্ষেপণকারী প্রতিষ্ঠানের নাম কী?
-যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি।
১৮.সোলো উৎক্ষেপণ করা হয় কবে?
-১০ ফেব্রুয়ারি ২০২০।
১৯.টিকটক কোন দেশের জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার অ্যাপ?
-চীন।
২০.বিশ্বের কোন দেশে প্রথম ই-পাসপোর্ট চালু হয়?
-মালয়েশিয়া।
-Al Amal.
২. Al Amal মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়?
-মঙ্গলগ্রহ।
৩.কোন রকেটে করে Al Amal উৎক্ষেপণ করা হয়?
-H-IIA (H-2A) ।
৪.আরবি শব্দ Al Amal এর ইংরেজি অর্থ কী?
-Hope.
৫.২৩ জুলাই ২০২০ চীন হাইনান দ্বীপ থেকে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে?
-Tianwen-1.
৬. Tianwen-1 মহাকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়?
-মঙ্গলগ্রহ।
৭.কোর রকেটে Tianwen-1 উৎক্ষেপণ করা হয়?
-Long March 5.
৮.চীনের এবারের মঙ্গলাভিযানের নামকরণ করা হয়েছে কী ভাবে?
-চীনের প্রাচীন কবি ক্যু ইউয়ান রচিত Tianwen কবিতা অনুসারে।
৯.৩০ জুলাই ২০২০ মার্কিন মহাকাশ সংস্থা নাসা ফ্লোরিডার মহাকাশ কেন্দ্র থেকে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে?
-Perseverance.
১০. Perseverance মহকাশযান কোন গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়?
-মঙ্গলগ্রহ।
১১.অ্যাটলাস রকেট সিরিজের কোন রকেটে করে Perseverance উৎক্ষেপণ করা হয়?
-Atlas-V-541.
১২.এ পর্যন্ত কতটি দেশ ও সংস্থা মঙ্গলগ্রহে সফল অভিযান পরিচালনা করেছে?
-যুক্তরাষ্ট্র, ইউরোপীয় স্পেস এজেন্সি, রাশিয়া এবং ভারত।
১৩.সংযুক্ত আরব আমিরাত রাশিয়া থেকে তাদের তৃতীয় উপগ্রহ মেজনস্যাট উৎক্ষেপণ করে কবে?
-২৮ সেপ্টেম্বর ২০২০।
১৪.কোন বিষয়ে গবেষণার জন্য মেজনস্যাট উৎক্ষেপণ করা হয়?
-আরব আমিরাতের গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বিশেষত কার্বন ডাই অক্সাইড ও মিথেন শণাক্ত করা ও গবেষণার জন্য।
১৫.সংযুক্ত আরব আমিরাত প্রথম উপগ্রহ নায়েফ-১ উৎক্ষেপণ করে কবে?
-১৫ ফেব্রুয়ারি ২০১৭।
১৬.নারী নভোচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়েছেন কে?
-ক্রিস্টিনা কাচ।
১৭.বিশ্বের প্রথম সোলো বা সৌর অরবিটাল উৎক্ষেপণকারী প্রতিষ্ঠানের নাম কী?
-যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ও ইউরোপীয় স্পেস এজেন্সি।
১৮.সোলো উৎক্ষেপণ করা হয় কবে?
-১০ ফেব্রুয়ারি ২০২০।
১৯.টিকটক কোন দেশের জনপ্রিয় মোবাইল ভিডিও তৈরি ও শেয়ার অ্যাপ?
-চীন।
২০.বিশ্বের কোন দেশে প্রথম ই-পাসপোর্ট চালু হয়?
-মালয়েশিয়া।