Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5321
১.রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যকে রোহিঙ্গা মুক্ত করতে মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ গণহত্যা শুরু করে কবে?
-২৫ আগস্ট ২০১৭।
২.রোহিঙ্গামুক্ত করতে যে সামরিক অভিযান চালায় তার নাম কী?
-Clearance Operation.
৩. Clearance Operation নামক সামরিক অভিযানে কত রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আশ্রয় নেন?
-প্রায় সাড়ে সাত লাখ।
৪.স্বাধীন বাংলাদেশে রোহিঙ্গারা প্রথম প্রবেশ শুরু করে কবে?
-১৯৭৮ সালে।
৫.১৯৭৮ সালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের বিরূদ্ধে কোন সামরিক অভিযান চালায়?
-Operation Nagamin.
৬.১৯৭৮ থেকে এখন পর্যন্ত কত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে?
-প্রায় ১০ লাখ।
৭.মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে কবে?
-১৯৮২ সালে।
৮.রোহিঙ্গা সংকট নিরসনে গঠিত কমিশনের নাম কী?
-রাখাইন উপদেষ্টা কমিশন।
৯.রাখাইন উপদেষ্টা কমিশন কবে গঠিত হয়?
-২৪ আগস্ট ২০১৬।
১০.রাখাইন উপদেষ্টা কমিশনের নেতৃত্বে কে ছিলেন?
-জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
১১.২৫ আগস্ট ২০১৭ রোহিঙ্গা সংকট শুরুর পর এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে কতটি প্রস্তাব পাশ হয়?
-তিনটি।
১২.সর্বশেষ নিন্দা প্রস্তাব কবে পাশ হয়?
-২৭ ডিসেম্বর ২০১৯।
১৩.প্রস্তাবের পক্ষে-বিপক্ষে কতটি দেশ ছিল?
-পক্ষে ১৩৪টি এবং বিপক্ষে নয়টি দেশ ছিল।
১৪.আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে মিয়ানমারের বিরূদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলা করে কোন দেশ?
-আফ্রিকান দেশ গাম্বিয়া।
১৫.কবে এ মামলা করা হয়?
-১১ নভেম্বর ২০১৯।
১৬.এ মামলার শুনানি কবে অনুষ্ঠিত হয়?
-১০-১২ ডিসেম্বর ২০১৯।
১৭.শুনানিতে গাম্বিয়ার পক্ষে কে নেতৃত্ব দেন?
-গাম্বিয়ার বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল আবু বকর মারি তাম্বাদু।
১৮.এ মামলায় লড়তে গাম্বিয়াকে তথ্য-প্রমাণ দিয়ে সাহা্য্য করেছে কোন দেশ?
-বাংলাদেশ, কানাডা ও নেদারল্যান্ডস।
১৯.এ মামলার শুনানিতে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেয় কে?
-স্টেট কাউন্সেলর অং সান সু চি।
২০.শুনানিতে সূচি রোহিঙ্গা গণহত্যার বিষয়টি স্বীকার করেছে?
-না।

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]