- Mon Jan 04, 2021 12:15 pm#5302
১.প্রশাসন কত প্রকার?
-সাধারণভাবে প্রশাসন অনেক প্রকার হতে পারে। তবে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় প্রশাসন দুই প্রকার। যথা –
ক.সরকারি বা জনপ্রশাসন
খ.ব্যক্তিগত বা বেসরকারি প্রশাসন
২.ম্যাজিস্ট্রেট বলতে কী বোঝায়?
-আভিধানিক অর্থে ম্যাজিস্ট্রেট বলতে বুঝায় এমন একজন বিচারক, যিনি নিম্ন আদালতে বিচারকার্য সম্পাদন করেন।
৩.ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও কার্যাবলী কী কী?
-ম্যাজিস্ট্রেটের বহুবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। তবে তার প্রধান কাজ হচ্ছে বিচারসংক্রান্ত । বিচারকার্য ছাড়াও তিনি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করে থাকেন:
ক.রায়ট, অবৈধ সমাবেশ ইত্যাদি ভঙ্গ করার জন্য পরিচালিত পুলিশী অ্যাকশনকে গাইড করার দায়িত্ব দেয়া হয়। তিনি দেখবেন অতিরিক্ত কিছু করা হচ্ছে কিনা বা প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে কিনা ইত্যাদি।
খ.পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা করা।
গ.নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসারদের সহায়তা করা।
ঘ.তার এলাকায় কোনো ভিআইপি গেলে প্রোটোকল ডিউটি পালন করা। যেমন – ভিআইপি কে রিসিভ করা, তার থাকা, খাওয়া ও পরিবহনের সুবন্দোবস্ত করা ইত্যাদি।
ঙ.রাজনৈতিক সভাসমূহের বক্তব্যকে সত্যায়ন করা।
চ.সরকারি বা বেসরকারি স্থাপনা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সময় উপস্থিত থাকা।
ছ.কখনো ম্যাজিস্ট্রেটকে গৃহস্থালির দ্রব্যসামগ্রী তালিকাভুক্ত করতে নিয়োগ দেয়া হয়।
জ.পুলিশ গুলি ছুড়লে ম্যাজিস্ট্রেট সেখানে নির্বাহী তদন্ত সম্পাদন করেন।
ঝ.নিলামে কোনো কিছু বিক্রি সম্পাদনের জন্য ম্যাজিস্ট্রেট উপস্থিতি প্রয়োজন হতে পারে।
ঞ.ম্যাজিস্ট্রেট আর্মস অ্যাক্ট এর অধীন অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন করেন।
এছাড়াও নানাবিধ দায়িত্ব পালন করে থাকেন।
৪.আঞ্চলিক সরকারের বৈশিষ্ট্য কী কী?
-ক.স্থানীয় সরকার একটি রাজনৈতিক ব্যবস্থা, যা আইন দ্বারা পরিচালিত
খ.এর একটা নির্দিষ্ট এলাকা রয়েছে।
গ.স্থানীয় জনসাধারনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা কাঠামো রয়েছে।
ঘ.এর প্রশাসনিক ক্ষমতা রয়েছে।
ঙ.নিজস্ব বিষয়াদি ব্যবস্থাপনার ক্ষমতা রয়েছে
চ.চূড়ান্তভাবে জাতীয় সরকারের অধীন ও জাতীয় সরকারের নিকট দায়বদ্ধ।
ছ.জনসেবা ও অর্থনৈতিক উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়াদির পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি ।
৫.স্থানীয় সরকার কত প্রকার?
-স্থানীয় সরকার দু ধরনের।
ক.শহরকেন্দ্রীক
খ.গ্রামীণ
ক.শহরকেন্দ্রীক স্থানীয় সরকার
১.পৌরসভা
২.সিটি কর্পোরেশন
খ.গ্রামভিত্তিক স্থানীয় সরকার
১.ইউনিয়ন পরিষদ
২.উপজেলা পরিষদ
৩.জেলা পরিষদ
-সাধারণভাবে প্রশাসন অনেক প্রকার হতে পারে। তবে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় প্রশাসন দুই প্রকার। যথা –
ক.সরকারি বা জনপ্রশাসন
খ.ব্যক্তিগত বা বেসরকারি প্রশাসন
২.ম্যাজিস্ট্রেট বলতে কী বোঝায়?
-আভিধানিক অর্থে ম্যাজিস্ট্রেট বলতে বুঝায় এমন একজন বিচারক, যিনি নিম্ন আদালতে বিচারকার্য সম্পাদন করেন।
৩.ম্যাজিস্ট্রেটের দায়িত্ব ও কার্যাবলী কী কী?
-ম্যাজিস্ট্রেটের বহুবিধ কার্যাবলী সম্পাদন করতে হয়। তবে তার প্রধান কাজ হচ্ছে বিচারসংক্রান্ত । বিচারকার্য ছাড়াও তিনি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করে থাকেন:
ক.রায়ট, অবৈধ সমাবেশ ইত্যাদি ভঙ্গ করার জন্য পরিচালিত পুলিশী অ্যাকশনকে গাইড করার দায়িত্ব দেয়া হয়। তিনি দেখবেন অতিরিক্ত কিছু করা হচ্ছে কিনা বা প্রয়োজনের অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে কিনা ইত্যাদি।
খ.পাবলিক পরীক্ষাসমূহ পরিচালনা করা।
গ.নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসারদের সহায়তা করা।
ঘ.তার এলাকায় কোনো ভিআইপি গেলে প্রোটোকল ডিউটি পালন করা। যেমন – ভিআইপি কে রিসিভ করা, তার থাকা, খাওয়া ও পরিবহনের সুবন্দোবস্ত করা ইত্যাদি।
ঙ.রাজনৈতিক সভাসমূহের বক্তব্যকে সত্যায়ন করা।
চ.সরকারি বা বেসরকারি স্থাপনা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের সময় উপস্থিত থাকা।
ছ.কখনো ম্যাজিস্ট্রেটকে গৃহস্থালির দ্রব্যসামগ্রী তালিকাভুক্ত করতে নিয়োগ দেয়া হয়।
জ.পুলিশ গুলি ছুড়লে ম্যাজিস্ট্রেট সেখানে নির্বাহী তদন্ত সম্পাদন করেন।
ঝ.নিলামে কোনো কিছু বিক্রি সম্পাদনের জন্য ম্যাজিস্ট্রেট উপস্থিতি প্রয়োজন হতে পারে।
ঞ.ম্যাজিস্ট্রেট আর্মস অ্যাক্ট এর অধীন অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়ন করেন।
এছাড়াও নানাবিধ দায়িত্ব পালন করে থাকেন।
৪.আঞ্চলিক সরকারের বৈশিষ্ট্য কী কী?
-ক.স্থানীয় সরকার একটি রাজনৈতিক ব্যবস্থা, যা আইন দ্বারা পরিচালিত
খ.এর একটা নির্দিষ্ট এলাকা রয়েছে।
গ.স্থানীয় জনসাধারনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটা কাঠামো রয়েছে।
ঘ.এর প্রশাসনিক ক্ষমতা রয়েছে।
ঙ.নিজস্ব বিষয়াদি ব্যবস্থাপনার ক্ষমতা রয়েছে
চ.চূড়ান্তভাবে জাতীয় সরকারের অধীন ও জাতীয় সরকারের নিকট দায়বদ্ধ।
ছ.জনসেবা ও অর্থনৈতিক উন্নয়নের সাথে সংশ্লিষ্ট বিষয়াদির পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি ।
৫.স্থানীয় সরকার কত প্রকার?
-স্থানীয় সরকার দু ধরনের।
ক.শহরকেন্দ্রীক
খ.গ্রামীণ
ক.শহরকেন্দ্রীক স্থানীয় সরকার
১.পৌরসভা
২.সিটি কর্পোরেশন
খ.গ্রামভিত্তিক স্থানীয় সরকার
১.ইউনিয়ন পরিষদ
২.উপজেলা পরিষদ
৩.জেলা পরিষদ