Page 1 of 1

বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও প্রতিরক্ষা বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: পার্ট-০২

Posted: Mon Jan 04, 2021 10:57 am
by ah9368585
১.দেশের প্রথম ফরেনসিক ল্যাব কোথায় অবস্থিত?
-ঢাকার মহাখালীতে।
২.সিআইডি এর ডিএনএ ল্যাবরেটরি যাত্রা শুরু করে কবে?
-২৩ জানুয়ারি ২০১৭।
৩.সিআইডি এর ডিএনএ ল্যাবের বর্তমান নাম কী?
-ডিএনএ ব্যাংক।
৪.ডিএনএ ল্যাবের নাম পরিবর্তন করা হয় কবে?
-১০ জুন ২০২০।
৫.ফরেনকি ডিএনএ ল্যাবে কোন মামলার বিশ্লেষণ করা হয়?
-ফৌজদারি ও দেওয়ানি মামলা।
৬.২০২০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ২০১৩ সাল থেকে কোমায় থাকাবস্থায় কর্নেল হিসেবে পদোন্নতি লাভ করেন কে?
-দেওয়ান মোহাম্মদ তাছাওয়ার রাজা।
৭.চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার অসুস্থতাকে কী বলা হয়?
-হাইপোস্কিক স্কিমিক ইনজুরি টু ব্রেইন ইফেক্টস।
৮.বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ কোনটি?
-বাংলাদেশ।
৯.বর্তমানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সদস্য সংখ্যা কত?
-৬,৪৫৭ জন।
১০.২৬ অক্টোবর ২০২০ আফ্রিকার কোন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সেনা নিহত হয়?
-মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
১১.সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয় কখন?
-৩-১৬ ফেব্রুয়ারি ২০২০।
১২.বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া কোথায় অবস্থিত?
-ভারতের মেঘালয় রাজ্যের উমরোই সেনানিবাসে।
১৩.এ সামরিক মহড়ার উদ্দেশ্য কী?
-উভয় দেশের সেনা সদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করা।
১৪.বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন থেকে প্রথম নারী কর্মকর্তা হিসেবে ব্রিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান কে?
-নাজমা বেগম।
১৫.নাজমা বেগম কবে পদোন্নতি লাভ করেন?
-৮ অক্টোবর ২০২০।
১৬.প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কতটি সীমান্ত পিলার রয়েছে?
-১০,২৪০ টি।
১৭.বিডি বা বাংলাদেশ লেখার পূর্বে সীমান্ত পিলারে কী লেখা ছিল?
-পিএকে বা পাকিস্তান।
১৮.বর্ডার গার্ড বাংলাদেশ কোন সাল থেকে সীমান্ত পিলারে বিডি বা বাংলাদেশ লেখা শুরু করে?
-২০১৯ সালে।
১৯.সীমান্ত পিলার থেকে পাকিস্তানের নাম মুছে দিয়ে বাংলাদেশের নাম লেখার কাজ সম্পন্ন হয় কবে?
-২০২০ সালে।
২০.বিজিবিতে নতুন সংযোজিত উইং কোনটি?
-এয়ার উইং।