Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5295
মধ্যপ্রাচ্য
১.বিতর্কিত কফিল বা কাফালা প্রথা কী?
-কফিল বা কাফালা প্রথা হচ্ছে সৌদির কোনো নাগরিকের অধীনে থেকে তার নামে কাজ কিংবা ব্যবসা করা। এর বিনিময়ে ওই সৌদি নাগরিক মাসে মাসে একটা লভ্যাংশ নেন সেই প্রবাসীর কাছ থেকে।
২.সৌদি মন্ত্রিসভায় কফিল পদ্ধতি বাতিল করার ঘোষণা দেয় কবে?
-৪ নভেম্বর ২০২০।
৩.কফিল প্রথা বাতিল করার ঘোষণা কার্যকর হবে কবে?
-১৪ মার্চ ২০২১।
৪.সৌদি আরবে প্রথমবারের মতো বিয়ের নূন্যতম বয়স কত নির্ধারণ করা হয়?
-১৮ বছর।
৫.জর্ডানের প্রথম নারী পাইলট কে?
-রাজকুমারী সালমা বিনতে আব্দুল্লাহ।
৬.আরব বিশ্বের দীর্ঘস্থায়ী শাসক সুলতান কাবুস কত বছর ক্ষমতায় ছিলেন?
-৫০ বছর।
৭.আরব বিশ্বের কোন দেশ প্রথম পরমাণু চুল্লি স্থাপনের অনুমোদন পায়?
-সংযুক্ত আরব আমিরাত।
৮.ইসরাইলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত কে?
-ইসমাইল খালেদি।
৯.মুসলিম আরব বেদুইন ইসমাইল খালেদিকে ইসরাইল কোথায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়?
-ইরিত্রিয়ায়।
১০.মধ্যপ্রাচ্যের প্যারিস বলা হয় কোন শহরকে?
-বৈরুতকে।
১১.স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বৈরুত বিস্ফোরণ কবে সংগঠিত হয়?
-৪ আগস্ট ২০২০।
১২.বৈরুত বিস্ফোরনের কারণ কী ছিল?
-বন্দরের জাহাজে ৬ বছর ধরে মজুত থাকা ২,৭৫০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেট।
১৩.এ বিস্ফোরণে যে শকওয়েভ তৈরি হয়, তা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার কত শতাংশ বেশি ছিল?
-২০-৩০%।
১৪.সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কোন চুক্তির মাধ্যমে?
-আব্রাহাম অ্যাকর্ডস।
১৫.আব্রাহাম অ্যাকর্ডস কবে স্বাক্ষরিত হয়?
-১৫ সেপ্টেম্বর ২০২০।
১৬.আব্রাহাম অ্যাকর্ডস কোথায় স্বাক্ষরিত হয়?
-ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে।
১৭.সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যথাক্রমে কততম আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
-তৃতীয় ও চতুর্থ।
১৮.প্রথম আরব দেশ হিসেবে কে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
-মিসর।
১৯.এ পর্যন্ত কতটি মুসলমান প্রধান দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
-১৯টি।
২০.আব্রাহাম অ্যাকর্ডস কার মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়?
-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    485 Views
    by masum
    0 Replies 
    141 Views
    by shanta
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]