Page 1 of 1

বৈশ্বিক পরিবর্তন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: পার্ট-০৪

Posted: Mon Jan 04, 2021 9:51 am
by Aresantor
১.কিরগিজস্তানের বর্তমান প্রেসিডেন্ট কে?
-ট্যালেন্ট মেমিতভ।
২.উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট কে?
-লুইস আলবার্তো ল্যাকল্লি পাউ।
৩.গ্রিসের বর্তমান প্রেসিডেন্ট কে?
-ক্যাটেরিনা সাকেলারোপাওলো।
৪.বুরুন্ডির বর্তমান প্রেসিডেন্ট কে?
-এভারিস্তো এনদেইশিমে।
৫.মালাবির বর্তমান প্রেসিডেন্ট কে?
-লাজারাস চাকভেরা।
৬.সুরিনামের বর্তমান প্রেসিডেন্ট কে?
- চান সান্তোখি।
৭.গায়ানার বর্তমান প্রেসিডেন্ট কে?
- মোহাম্মদ ইরফান আলী।
৮.ডোমিনিকান প্রজাতন্ত্রের বর্তমান প্রেসিডেন্ট কে?
-লুইস অবিনাডার।
৯.মালির বর্তমান প্রেসিডেন্ট কে?
-বাহ এনদাউ।
১০.বলিভিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
-লুইস আর্ক।
১১.যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কে?
-জো বাইডেন।
১২.পেরুর প্রেসিডেন্ট বর্তমান কে?
-ফ্রান্সিসকো সাগাস্তি ।
১৩.সিচেলেসের প্রেসিডেন্ট বর্তমান কে?
-ওয়াভেল রামকালাওন।

প্রধানমন্ত্রী
১.মাল্টার বর্তমান প্রধানমন্ত্রী কে?
-রবার্ট আবেলা।
২.দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
-চুং সি কিউন।
৩.রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
-মিখাইল মিশুস্তিন।
৪.লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে?
-হাসান দিয়াব।
৫.কাতারের বর্তমান প্রধানমন্ত্রী কে?
-শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি।
৬.গিনি-বিসাউ এর বর্তমান প্রধানমন্ত্রী কে?
-নুনো গোমেস নবিয়াম।
৭.মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
-মুহিউদ্দিন ইয়াসিন।