Get on Google Play

সাধারণ জ্ঞান বিষয়ক বিস্তারিত তথ্য
#5288
সোহরাওয়ার্দী মন্ত্রিসভা
১.সোহরাওয়ার্দী মন্ত্রিসভা গঠিত হয় কবে?
-২৪ এপ্রিল ১৯৪৬ সালে।
২.প্রথমে সোহরাওয়ার্দীর মন্ত্রিসভা সদস্য ছিল কত?
-৯ জন।
৩.অখন্ড বাংলার শেষ মুখ্যমন্ত্রী/প্রধানমন্ত্রী কে?
-হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৪.সোহরাওয়ার্দীর পুনর্গঠিত মন্ত্রিসভার সদস্য ছিল কত?
-১০ জন।
৫.সোহরাওয়ার্দীর মন্ত্রিসভার পতন ঘটে কবে?
-১৪ আগস্ট ১৯৪৭ সালে।

পূর্ব বাংলার ও আসামের লেফটেন্যান্ট-গভর্নর
নাম – সময়কাল
স্যার যোসেফ ব্যামফিল্ড ফুলার (প্রথম) – ১৬.১০.১৯০৫ – ২০.০৮.১৯০৬
স্যার ল্যান্সলট হেয়ার – ২০.০৮.১৯০৬ – ২২.০৮.১৯১১
স্যার চার্লস স্টয়ার্ট বেইলী (শেষ) – ২২.০৮.১৯১১ – ৩১.০৩.১৯১২

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী
এ কে ফজলুল হক (প্রথম) – ০১.০৪.১৯৩৭ – ২৮.০৩.১৯৪৩
স্যার খাজা নাজিম উদ্দীন (দ্বিতীয়) – ২৪.০৪.১৯৪৩ – ২৮.০৩.১৯৪৫
হোসেন শহীদ সোহরাওয়ার্দী (শেষ) – ২৪.০৪.১৯৪৬ – ১৪.০৮.১৯৪৭

দ্বি-জাতিতত্ত্ব
১.দ্বি-জাতিতত্ত্বের জনক কে?
-মুহাম্মদ আলী জিন্নাহ।
২.দ্বি-জাতিতত্ত্ব কবে ঘোষণা করা হয়?
-১৯৩৯ সালে।
৩.দ্বি-জাতিতত্ত্ব কী?
-ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধাবিভক্ত করার নির্ণায়ক ও আদর্শশ্রয়ী একটি রাজনৈতিক মতবাদ।
৪.দ্বিজাতি তত্ত্বের চূড়ান্ত ব্যাখ্যা কবে তুলে ধরা হয়?
-১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগ সম্মেলনে।

মন্ত্রী মিশন বা কেবিনেট মিশন পরিকল্পনা
১.কেবিনেট মিশনে সদস্য ছিল কতজন?
-৩ জন।
২.কেবিনেট মিশনে প্রধান কে ছিলেন?
-স্ট্যাফোর্ড ক্রিপস।
৩.ভারতীয় রাজনৈতিক শাসনতান্ত্রিক সমস্যাবলি নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি কবে মন্ত্রী মিশন গঠন করেন?
-১৯ ফেব্রুয়ারি ১৯৪৬।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    156 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    663 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]